Mirik Accident Update: ভাইফোঁটার জন্য বোনকে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই খাদে গাড়ি! মিরিকে দুর্ঘটনায় মৃত বেড়ে ৪
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
Mirik Accident Update: মিরিক যাওয়ার পথে বুধবার গভীর খাদে পড়ে গেল গাড়ি। প্রাণ হারালেন চার জন যাত্রী। আহত হয়েছেন ১৫ জন।
শিলিগুড়ি: মিরিক যাওয়ার পথে বুধবার গভীর খাদে পড়ে গেল গাড়ি। প্রাণ হারালেন চার জন যাত্রী। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত বেড়ে ৪ জন হওয়ার পর নাম জানা গিয়েছে তাঁদের। নতুন করে মৃত ওয়ানচেন তামাং মিরিকের বাসিন্দা। দুর্ঘটনার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু। জানা গিয়েছে বোনকে ভাইফোঁটার জন্য নেপালে আনতে যান ওয়ানচেন।
আরও পড়ুন: ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলের বোন ‘ছুটকি’-কে মনে আছে? এখন কী করেন তিনি জানলে মাথা ঘুরে যাবে!
বোন মৃত বিনিতার ও তার ৪ বছরের শিশুকে নিয়ে ঘরে যাওয়ার পথেই দুর্ঘটনা। মৃত ওয়ানচেন ও বিনিতা সম্পর্কে ভাই-বোন। বেশিরভাগ যাত্রী নেপালী উৎসব ভাইদুজ বা টিকা নিতে যাচ্ছিল। চড়াই রাস্তায় ব্রেক না ধরায় যাত্রীবাহী গাড়ি পাহাড়ি খাদে পড়েই এই দুর্ঘটনা।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে…’, ‘আশিকি’ নায়িকা অনুকে রেখা এমন কথা বলেছিলেন? কেউ বিশ্বাসই করতে পারে না!
পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্ত থেকে বুধবার একটি গাড়ি মিরিকের উদ্দেশে রওনা দেয়। গাড়িটিতে চালক-সহ মোট ১৯ জন ছিলেন। নেপালের কাঁকরভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকের উদ্দেশে রওনা দেয়। ওই রাস্তাটি খুব দুর্গম। পুলিশ সূত্রে খবর, পুটুংয়ের কাছে নলডারায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷
advertisement
বিশ্বজিৎ মিশ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 8:53 PM IST