পুরাতন মালদহ ব্লকের সাহাপুর, মহিষবাথানি ও মুচিয়া এই তিনটি পঞ্চায়েত কোন উপভোক্তার নাম নেই তালিকায়। আবসা যোজনা প্রকল্পের খসড়া তালিকায় এই তিনটি পঞ্চায়েতের কোন নাম নেই। তবে এই তিনটি পঞ্চায়েতের বহু বাসিন্দা আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত। তাঁরা সরকারী এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনও করেন। আবেদনকারীদের অভিযোগ, ২০১৭-১৮ সালে আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য আবেদন করেন তাঁরা।কিন্তু সেই তালিকায় কারো বাড়ি আসেনি। হয়নি সার্ভে। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। বহুবার আবেদন করেও এখনও ঘর পায়নি।
advertisement
আরও পড়ুন: ঝপঝপ করে পারদ পতন, কোথাও কুয়াশা, কোথাও ঝকঝকে আকাশ, শীতের খেলায় হাড় হিম জেলায়, জেলায়
তিনটি পঞ্চায়েতের অনেকেই এখনও কাঁচা বাড়িতে বসবাস করছেন। কেউ টালির আবার কেউ টিনের ছাউনি দেওয়া বাড়িতেই থাকছেন। এদিকে প্রশাসনিক কর্তাদের দাবি, টেকনিক্যাল কিছু সমস্যার জন্য হয়তো তিনটি পঞ্চায়েতে আবাস যোজনা প্রকল্পের তালিকায় কোন নাম আসেনি। পুরাতন মালদহের ভিডিও সেজুতি পাল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরাতন মালদহ ব্লকের তিনটি পঞ্চায়েতের কোন উপভোক্তার নাম তালিকায় নেই। বিষয়টি দেখা হচ্ছে।
বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা। তবে তিনটি পঞ্চায়েতের কোন উপভোক্তার তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন একাংশ বাসিন্দারা।
হরষিত সিংহ





