TRENDING:

Malda News: একটি দুটি বাড়ি নয়, আবাস তালিকায় শূন্য পুরো তিনটি পঞ্চায়েত! যোগ্য হয়েও কেন মিলছে না সরকারি বাড়ি

Last Updated:

পুরাতন মালদহ ব্লকের তিনটি পঞ্চায়েতের কোন উপভোক্তার নাম নেই আবাস যোজনা প্রকল্পের তালিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবার রয়েছে। তাঁরা আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু তালিকায় নাম নেই কারো। একটি বা দুটি পরিবার নয়, ব্লকের তিনটি পঞ্চায়েতের কোন পরিবারের নাম নেই আবাস যোজনা প্রকল্পের তালিকায়। এমন ঘটনায় হতবাক সকলেই। আবাস যোজনার ঘরের জন্য এই তিনটি পঞ্চায়েতের বহু বাসিন্দারা একাধিকবার আবেদন করেছেন। কিন্তু এবারের তালিকায় কোন নাম আসেনি। এই নিয়ে পুরাতন মালদহে শুরু হয়েছে জোর চর্চা। আবেদনকারী লক্ষ্মী রাজবংশী বলেন, “চার থেকে পাঁচ বার আবেদন করেছি। পঞ্চায়েত অফিস ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করার পরেও প্রকল্পের ঘর পাচ্ছি না। এইবারে শুনছি আমাদের পঞ্চায়েতের কারো নাম আসেনি। তালিকা শূন্য রয়েছে। প্রশাসনের গাফিলতির জন্যই এমনটা হচ্ছে।”
advertisement

পুরাতন মালদহ ব্লকের সাহাপুর, মহিষবাথানি ও মুচিয়া এই তিনটি পঞ্চায়েত কোন উপভোক্তার নাম নেই তালিকায়। আবসা যোজনা প্রকল্পের খসড়া তালিকায় এই তিনটি পঞ্চায়েতের কোন নাম নেই। তবে এই তিনটি পঞ্চায়েতের বহু বাসিন্দা আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত। তাঁরা সরকারী এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনও করেন। আবেদনকারীদের অভিযোগ, ২০১৭-১৮ সালে আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য আবেদন করেন তাঁরা।কিন্তু সেই তালিকায় কারো বাড়ি আসেনি। হয়নি সার্ভে। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। বহুবার আবেদন করেও এখনও ঘর পায়নি।

advertisement

আরও পড়ুন: ঝপঝপ করে পারদ পতন, কোথাও কুয়াশা, কোথাও ঝকঝকে আকাশ, শীতের খেলায় হাড় হিম জেলায়, জেলায়

তিনটি পঞ্চায়েতের অনেকেই এখনও কাঁচা বাড়িতে বসবাস করছেন। কেউ টালির আবার কেউ টিনের ছাউনি দেওয়া বাড়িতেই থাকছেন। এদিকে প্রশাসনিক কর্তাদের দাবি, টেকনিক্যাল কিছু সমস্যার জন্য হয়তো তিনটি পঞ্চায়েতে আবাস যোজনা প্রকল্পের তালিকায় কোন নাম আসেনি। পুরাতন মালদহের ভিডিও সেজুতি পাল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরাতন মালদহ ব্লকের তিনটি পঞ্চায়েতের কোন উপভোক্তার নাম তালিকায় নেই। বিষয়টি দেখা হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন: অসংরক্ষিত কামরায় যাতায়াত করেন, ট্রেনের টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ, দারুণ ব্যবস্থাপনা

বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা। তবে তিনটি পঞ্চায়েতের কোন উপভোক্তার তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন একাংশ বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: একটি দুটি বাড়ি নয়, আবাস তালিকায় শূন্য পুরো তিনটি পঞ্চায়েত! যোগ্য হয়েও কেন মিলছে না সরকারি বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল