সম্প্রতি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর পুরসভার পুরপ্রধান ও আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি। এই তিন জেলার পুরসভাগুলির জঞ্জাল পরিষ্কার, নিকাশি ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, জবরদখল মুক্ত, আবাস যোজনার অর্থ প্রদানের মতো বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই বৈঠক শেষে ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এবার থেকে রবিবারও ইংরেজবাজার শহরের আবর্জনা পরিষ্কার করা হবে।
advertisement
আরও পড়ুন: সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে পাখাই নেই! গরমে আরও অসুস্থ হচ্ছে শিশুরা
এই প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখযোগ্যভাবে পুরপ্রধান বলেন, প্রয়োজন পড়লে রাতেও শহরের বিভিন্ন প্রান্তের আবর্জনা পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। এই বিষয়টি আগামী কিছুদিনের মধ্যেই বোর্ড মিটিং ডেকে ইংরেজবাজার পুরসভা সিদ্ধান্ত হিসেবে পাস করাবে বলে খবর। ফলে আগামী দিনে ইংরেজবাজার শহর আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন হতে চলেছে।
হরষিত সিংহ