Baruipur Super Specialty Hospital: সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে পাখাই নেই! গরমে আরও অসুস্থ হচ্ছে শিশুরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Baruipur Super Specialty Hospital: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগের আউটডোরে নেই পাখা। ফলে চিকিৎসার জন্য আসা শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও গলদঘর্ম হতে হচ্ছে
দক্ষিণ ২৪ পরগনা: নামে সুপার স্পেশালিটি হাসপাতাল, অথচ তার শিশু বিভাগে নেই কোনও পাখা। ফলে এই গরমে হাঁসফাঁস অবস্থা হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের। এমনই বেহাল অবস্থা বারুইপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের। কলকাতার উপকণ্ঠে অবস্থিত এই সরকারি হাসপাতালের অবস্থা দেখলে আপনার ভয় লাগবে।
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগের আউটডোরে নেই পাখা। ফলে চিকিৎসার জন্য আসা শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও গলদঘর্ম হতে হচ্ছে। এই প্রচন্ড গরমে পাখা না থাকায় অনেকে হাসপাতালে চিকিৎসা করতে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। এমনিতে এই হাসপাতালের বাহ্যিক চাকচিক্যে কোনও অভাব নেই। সুসজ্জিত শিশু বিভাগের আউটডোর। আলো জ্বলছে। কিন্তু পাখার দেখা নেই। ফলে তীব্র গরমে গলদঘর্ম হতে হচ্ছে রোগীদের। কষ্টে নাভিশ্বাস উঠছে শিশুদের।
advertisement
advertisement
এই হাসপাতালে চিকিৎসার জন্য আসা শিশুদের অভিভাবকদের অভিযোগ, পাখা বসানোর নাম করে ওয়ারিং-এর কাজ হয়ে আছে বহুদিন আগে থেকে। কিন্তু পাখা আর লাগানো হচ্ছে না। এদিকে এই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল সুদুর সুন্দরবনের কুলতলি, জয়নগর থেকে শুরু করে বারুইপুর, বিষ্ণুপুর, সোনারপুর এমনকী মগরাহাট এলাকার মানুষজন। মূলত এই সমস্ত এলাকাগুলিতে প্রাথমিক এবং ব্লক হাসপাতাল থাকলেও বড় কোনও সমস্যা হলে এই সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভর করতে হয়। প্রতিনিয়ত আউটডোরে রোগীর ভিড়ে নাস্তানুবুদ হতে হয় চিকিৎসকদের। সেখানকার শিশু বিভাগের পরিকাঠাময় এমন বড়সড় গলদ হাসপাতাল কর্তৃপক্ষের ভাবনা-চিন্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur Super Specialty Hospital: সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে পাখাই নেই! গরমে আরও অসুস্থ হচ্ছে শিশুরা