TRENDING:

Viral Tea Shop: নদীর পাড়ে বসে মাটির কাপে ধোঁয়া ওঠা চায়ে চুমুক! কোথায় এই ভাইরাল টি শপ

Last Updated:

কোচবিহারের এই চায়ের দোকানে পরিবেশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাই দেখে বহু পর্যটক এখানে ছুটে আসছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: শীত জাঁকিয়ে পড়েছে। আর শীতের সকাল কিংবা সন্ধে মানেই গরম চায়ের কাপে চুমুক দেওয়ার প্রবল বাসনা। তবে এই ইচ্ছে পূরণের সঙ্গে যদি একটু প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য্য যুক্ত হয় তবে একেবারে জমে যায়। কোচবিহারের সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্সা নদী। আর এই নদীর বাঁধের ধারে বিসর্জনের ঘাট সংলগ্ন রয়েছে এক দারুণ চায়ের দোকান। এখানে এলে নদীর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।
advertisement

আরও পড়ুন: নীল-সাদা হয়ে গেল সাদা-কালো! সেতুর রং পরিবর্তন নিয়ে তুমুল তর্জা

কোচবিহারের এই চায়ের দোকানে পরিবেশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাই দেখে বহু পর্যটক এখানে ছুটে আসছেন। দোকানে আসা দুই গ্রাহক আবীর ঠাকুর ও বিভা ঠাকুর জানান, বেশিরভাগ সময় সন্ধে নামার সময় এই চায়ের দোকানে আসেন তাঁরা। এই সময়ের যে প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে পাওয়া যায় তার সঙ্গে গরম গরম চা মিলে গিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। এই পরিবেশে কিছুক্ষণ থাকলেই মানসিক ক্লান্তি দুর হয়। আর চায়ের কাপ হাতে আড্ডা দেওয়ার যে মজা সেটা আরও দ্বিগুণ হয়ে যায় এই চায়ের দোকানে। তাই প্রত্যেক মানুষের অন্তত একবার এই দোকানের পরিবেশ উপভোগ করতে আসা উচিত। এছাড়া এখানে রকমারি চা পাওয়া যায়। তারফলে চায়ের আড্ডা আরও জমে ওঠে। সব মিলিয়ে এই চায়ের দোকান অন্যান্য চায়ের দোকানের চাইতে অনেক বেশি জনপ্রিয় বর্তমান সময়ে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চায়ের দোকানের কর্ণধার দেবাশিস অধিকারী জানান, এই চায়ের দোকান শুরু করা হয়েছিল এক আলাদা চিন্তাভাবনা থেকে। এটা শুধু চায়ের দোকান তা কিন্তু হয়। এটা একটা আবেগের জায়গা। এখানে চায়ের পাশাপশি রয়েছে বই। এছাড়াও রয়েছে নদীর ধারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য। আর বর্তমান সময়ে দোকানে আরও কিছু নতুন চা নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে নতুন বছরের বেশ কিছু নতুন পরিবর্তন থাকতে চলেছে দোকানের মধ্যে। আরও কিছু বই যুক্ত হবে এই দোকানের মধ্যে। বসার জায়গায় কিছুটা পরিবর্তন হবে। তবে শহরের মাঝে এমন আর কোনও চায়ের দোকান নেই। তাই শুধুমাত্র কোচবিহারের মানুষেরাই নয়, বাইরে থেকে আসা পর্যটকেরাও এই চায়ের দোকানের প্রতি আকৃষ্ট হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Tea Shop: নদীর পাড়ে বসে মাটির কাপে ধোঁয়া ওঠা চায়ে চুমুক! কোথায় এই ভাইরাল টি শপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল