Bankura News: নীল-সাদা হয়ে গেল সাদা-কালো! সেতুর রং পরিবর্তন নিয়ে তুমুল তর্জা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
সেতুর এই রং পরিবর্তন প্রসঙ্গে বিজেপির দাবি, টাকা কেন্দ্র দিয়েছে। আর সেই টাকা দিয়ে শাসক দল বড়াই করে নীল-সাদা রং করেছিল, তাই সেটাই নিয়ম মেনে কালো-সাদা করা হচ্ছে
বাঁকুড়া: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক তরজা শুরু বাঁকুড়া শহরের বুকে। কী বলছে শাসক, বিরোধীদেরই বা বক্তব্য কী? কাল যে সেতুর রং ছিল নীল-সাদা, আজ সেটাই হয়ে গেল সাদা-কালো! আস্ত সেতুর এই রং পরিবর্তন ঘিরে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে শহরে।
সেতুর এই রং পরিবর্তন প্রসঙ্গে বিজেপির দাবি, টাকা কেন্দ্র দিয়েছে। আর সেই টাকা দিয়ে শাসক দল বড়াই করে নীল-সাদা রং করেছিল, তাই সেটাই নিয়ম মেনে কালো-সাদা করা হচ্ছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, তারা রঙের রাজনীতি নয়, মানুষের উন্নয়নের কাজ করে।
advertisement
advertisement
একেবারে বাঁকুড়ার শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত গন্ধেশ্বরী সেতু। এই সেতুর রংই পাল্টে ফেলা হচ্ছে। রং ছিল নীল-সাদা, কিন্তু বর্তমানে সেই তাতে সাদা-কালো রং করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, জাতীয় সড়কের যে গাইডলাইন রয়েছে তার মেনেই সেতুর উপরের রেলিং হবে সাদা-কালো। ব্রিজের যে তোরন আছে তার রং অবশ্য নীল-সাদা থাকবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাঁকুড়ার সংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকে রাজ্য সরকার নিজেদের বলে চালানোর চেষ্টা করে, নিজেদের রঙে রাঙানোর চেষ্টা করে। কেন্দ্রের গাইড লাইনের বিরুদ্ধে গিয়ে অর্থের অপচয় করে নীল-সাদা রঙের কোনও মনে হয় না। অপরদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেন, এটা কোনও তরজাই নয়। আমরা উন্নয়নের রাজনীতি করি। রঙের রাজনীতি করি না। উন্নয়ন দিয়ে যাচাই করলেই বুঝতে পারবেন আমরা কোনও অংশে পিছিয়ে নেই।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 8:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: নীল-সাদা হয়ে গেল সাদা-কালো! সেতুর রং পরিবর্তন নিয়ে তুমুল তর্জা