Howrah News: মাটির জিনিসের প্রতি আগ্রহ বাড়াতে এগিয়ে এল আঁকার স্কুল, চলছে শিল্পকলার প্রদর্শনী
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মাটির তৈরি শৌখিন শিল্প বা ঘর সাজানো জিনিসের চাহিদা বেশ। কিন্তু শিশুদের থেকে মাটির তৈরি খেলনার দূরত্ব ক্রমশই বাড়ছে। আর তাই আয়োজিত হয়েছে শিল্পকলা প্রদর্শনী
হাওড়া: মাটির শিল্পকলার প্রদর্শনী হাওড়ায়! মাটির তৈরি জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবর। বাংলার কৃষ্টি-সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে এই মাটি ও মাটির তৈরি জিনিস। সেই দিক থেকে মাটির কাজের প্রতি কদর সেকাল থেকে একালের মানুষের। যদিও বর্তমানে এতে কিছুটা ভাঁটা দেখা যাচ্ছে। আর তাই মানুষের মধ্যে মাটির তৈরি জিনিসের প্রতি আবার আগ্রহ তৈরি করতে এগিয়ে এল একটি আঁকার স্কুল।
মাটির তৈরি শৌখিন শিল্প বা ঘর সাজানো জিনিসের চাহিদা বেশ। কিন্তু শিশুদের থেকে মাটির তৈরি খেলনার দূরত্ব ক্রমশই বাড়ছে। গ্রামাঞ্চলে মাটি নিয়ে খেলার প্রবনতাও হারিয়ে যেতে বসেছে। বর্তমান সময়ের শিশুদের কাছে অজানা রয়ে গেছে রানি পুতুলের মত খেলনার। তবে আজও হাওড়া জেলার বেশ কিছু গ্রামে রথ বা চড়কের মেলায় মাটির খেলনা সামগ্রীর পসরা বসে। তবে যত দিন গড়াচ্ছে চাহিদা কমছে, সেসব হারিয়ে যেতে বসেছে। অতীতের সেই আগ্রহ ফিরিয়ে আনতে হাওড়ার সালকিয়ার অঙ্কুর আর্ট স্কুল এগিয়ে এল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মাটির কাজের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় ঘটাতে এই আঁকার স্কুল আয়োজন করেছে শিল্পকলা প্রদর্শনীর। এই আঁকার স্কুলে সব সময়ই ছোটদের অতিরিক্ত মনোযোগ দিয়ে শিল্পকলায় অভ্যস্ত করে তোলা হয়। তাদের আয়োজিত এই প্রদর্শনী ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাটির জিনিসের প্রতি আগ্রহ বাড়াতে এগিয়ে এল আঁকার স্কুল, চলছে শিল্পকলার প্রদর্শনী









