TRENDING:

বক্সার জঙ্গলে শেষে এই পরিণতি! মহিলার রহস্য মৃ*ত্যু*তে একাধিক প্রশ্ন

Last Updated:

শুক্রবার সকালে বেশ কিছু গ্রামবাসী নদীর ধারে গিয়েছিলেন। তাঁরাই ওই মহিলার মৃতদেহ প্রথম দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালচিনি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: বক্সার জঙ্গলে রহস্যজনক মৃত্যু এক মহিলার। শুক্রবার সকালে বক্সার জঙ্গলে এক নদীর ধার থেকে ওই মহিলার দেহ দেহ উদ্ধার করেন পুলিশ কর্মীরা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
বক্সা গেট
বক্সা গেট
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বেশ কিছু গ্রামবাসী নদীর ধারে গিয়েছিলেন। তাঁরাই ওই মহিলার মৃতদেহ প্রথম দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালচিনি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে। তারপর নিয়মমাফিক দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: নার্স ইনজেকশন দিতে যেতেই স্যালাইনের নল খুলে পালিয়ে গেল রোগী! তুলকালাম বক্সিরহাটে

advertisement

জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালতি অসুর (৩০)। স্বামী ভিন রাজ্যে কাজ করেন। মালতি গরম বস্তি এলাকার বাসিন্দা ছিলেন। পুত্র সন্তানকে নিয়ে এখানকার বাড়িতে থাকতেন তিনি। কিন্তু হটাৎ করে এমন ঘটনা কীভাবে ঘটল সেটাই বুঝতে উঠতে পারছেন না গ্রামবাসীরা। সকলেই বিভ্রান্তির মধ্যে আছেন। এই অবস্থায় ওই মহিলার শিশু সন্তানের কী হবে সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

View More

আরও পড়ুন: কমলাকান্তের হাতের জাদুতে হৃদয় উথাল পাথাল করছে এসরাজ! ঘোড়ার লেজের চুল ছাড়াও আর কী কী থাকে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এদিকে মহিলা রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও বন্যপ্রাণীর হামলায় তিনি মারা গিয়েছেন কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, মালতির সঙ্গে তাঁর স্বামীর মাঝেমধ্যেই ঝামেলা হত। অশান্তির কারণেই তিনি জঙ্গলের ভেতর চলে গিয়ে থাকতে পারেন বলে কেউ কেউ আশঙ্কা করছেন। তবে এই মৃত্যু সংক্রান্ত যাবতীয় রহস্যের সমাধান খুব দ্রুত হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বক্সার জঙ্গলে শেষে এই পরিণতি! মহিলার রহস্য মৃ*ত্যু*তে একাধিক প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল