কমলাকান্তের হাতের জাদুতে হৃদয় উথাল পাথাল করছে এসরাজ! ঘোড়ার লেজের চুল ছাড়াও আর কী কী থাকে জানেন?

Last Updated:

মূলত কাঠ দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রের সুরের মূল বাজ-এর মধ্যে তার থাকে মোট তিনটি৷ এছাড়া মূল তিনটি তারকে সঙ্গত দিতে আরও ১৮ টি তার থাকে৷ সব মিলিয়ে মোট ২১ টি তার থাকে। এর পাশাপাশি ২১ টি পর্দা থাকে (বিশ্বভারতী ঘরানার ক্ষেত্রে)

+
ধ্রুপদী

ধ্রুপদী বাদ্যযন্ত্র এসরাজ

বীরভূম, সৌভিক রায়: এসরাজ যেন কাঁদে! মধ্যরাতে শিল্পী যখন এসরাজ নিয়ে নিজের সাধনায় মগ্ন হন, তখন তার সুর কানে গেলে মনে হয় বুকটা যেন ভেতর থেকে হু হু করে উঠছে। সাম্প্রতিক অতীতে বিখ্যাত বাংলা সিনেমা বেলাশেষে-তে রবীন্দ্র সঙ্গীত ‘তুমি রবে নীরবে’ এসরাজ বাজিয়ে শোনানো হয়েছে। সেই সুর কানে গেলেই আজও সকলের অন্তর তোলপাড় হয়। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম স্তম্ভ সেই এসরাজ এবার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে।
বিশ্বভারতীর স্বনামধন্য এসরাজ শিল্পী ছিলেন অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বরাবরই বিশ্বভারতীর শিল্পীদের হাতে তৈরি এসরাজ-এর চাহিদা যথেষ্ট মাত্রায় থাকে। সেখানেই এবার কমলাকান্ত লাহা অত্যাধুনিক প্রযুক্তির এসরাজ তৈরি শুরু করছেন। তাঁর বাড়ি মূলত শান্তিনিকেতনে। শিল্পীদের মধ্যে এই এসরাজ চাহিদা যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে।
আরও পড়ুন: পাশের বাড়ির বোনের জন্মদিনে আনন্দ করতে গিয়ে জীবনটাই শেষ হয়ে গেল!
কোন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এই এসরাজ? এই বিষয়ে কমলাকান্ত লাহা জানান, তুন কাঠ, উট আবার কোনও ক্ষেত্রে মহিষের হাড়ের ব্রিজ, ঘোড়ার লেজের চুল এই সমস্ত নানান জিনিস ব্যবহার করে অত্যাধুনিক মানের এসরাজ তৈরি করছেন৷ তাঁর কাছে দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডা, ইতালি, ফ্রান্স, আমেরিকা এই সব দেশ থেকেও শিল্পীরা আসেন এসরাজ মেরামত করতে বা কিনতে।
advertisement
advertisement
অনেকেরই কৌতুহল, কী থাকে একটি এসরাজ-এর মধ্যে? এই বিষয়ে কমলাকান্ত বাবু জানান, মূলত কাঠ দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রের সুরের মূল বাজ-এর মধ্যে তার থাকে মোট তিনটি৷ এছাড়া মূল তিনটি তারকে সঙ্গত দিতে আরও ১৮ টি তার থাকে৷ সব মিলিয়ে মোট ২১ টি তার থাকে। এর পাশাপাশি ২১ টি পর্দা থাকে (বিশ্বভারতী ঘরানার ক্ষেত্রে)। সুর বাঁধতে কান বা নিস্তির থাকে মোট ১৫ টি৷ তারের উপর ছড় দিয়ে ঘষে সুরের সৃষ্টি হয়৷ মূলত তুন কাঠ দিয়ে এসরাজ তৈরি হয়। এছাড়াও, বার্মাটিক, সেগুন কাঠ দিয়েও এসরাজ তৈরি করা হয়৷
advertisement
আরও পড়ুন: মাটির দেওয়াল চাপা পড়ে ঘুমের মধ্যেই দুই নাবালিকা মেয়ে সহ মায়ের মৃ*ত্যু
এসরাজের জন্ম ভারতীয় উপমহাদেশেই৷ তবে তা খুব প্রাচীন বাদ্যযন্ত্র নয়৷ আনুমানিক দুই থেকে তিনশো বছর আগে এই যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। এখন প্রশ্ন হল একটি এসরাজ তৈরি করতে কতদিন সময় লাগে এবং এর দাম কত হতে পারে?
advertisement
একটি বড় আকারের এসরাজ তৈরিতে কমপক্ষে তিনমাস সময় লাগে৷ তবে একটি এসরাজ তৈরিতে বেশ কিছুদিনের ব্যবধান প্রয়োজন হয়৷ কারণ পালিশের পর শুকনোর জন্য ফেলে রাখতে হয়। তাই একসঙ্গে অনেকগুলি এসরাজ তৈরি করলে সময় কম লাগে। বিশ্বভারতী ঘরানার এসরাজের দাম ৫৮ থেকে ৬০ হাজার টাকা ৷ আবার এই এসরাজ যদি বিদেশে পাড়ি দেয়, তাহলে পরিবহণ খরচ ও কর জুড়ে দাম হয়ে যায় ৮৫ থেকে ৯০ হাজার টাকার কাছাকাছি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কমলাকান্তের হাতের জাদুতে হৃদয় উথাল পাথাল করছে এসরাজ! ঘোড়ার লেজের চুল ছাড়াও আর কী কী থাকে জানেন?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement