বিনোদ জানান, “আমি ভোরে কাজে চলে যাই। তারপর আমার কাছে খবর আসে এই ঘটনা ঘটেছে।” রবিবার রাতে বিনোদ তাঁর দুই সন্তান, স্ত্রী, মা এবং ভাই খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাতে রবি তাঁর সমস্ত শংসাপত্র জ্বালিয়ে দেয় ঘরের পিছনে। এদিন কোয়ার্টারের দুটি ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়।
advertisement
রবি অনেকদিন ধরে চাকরির জন্য আবেদন করছিল, বাবা বনকর্মী ছিল। রবি ওরাঁওয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বনকর্মীর ভাই হতাশায় ভুগছিল। মা ও দাদার ছেলেকে শ্বাসরোধ করে খুন করে নিজে আত্মহত্যা করে।
আরও পড়ুনঃ ‘আমার মা পাখি…আকাশের তারা’, মারা গেল সকলের আদরের ‘Sontu’, কী রোগ হয়েছিল তার? জানুন
যদিও বিবি লোহার এবং বিবেকের কীভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের দাবি, সকালে ওই বনকর্মী বিনোদ ওঁরাওয়ের স্ত্রী, দেওরের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনা প্রকাশ্যে আসে।
Annanya Dey






