TRENDING:

Mystery Death: কোয়ার্টারের দুই ঘরে এলোমেলো পড়ে নাবালক-সহ পরিবারের ৩ সদস্যের দেহ, আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য

Last Updated:

Mysterious Death in Alipurduar: মাদারিহাটে ফরেস্ট কোয়ার্টার থেকে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু। তিনজনই জলদাপাড়া জাতীয় উদ্যানের এক মাহুতের পরিবারের সদস্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: মাদারিহাটে ফরেস্ট কোয়ার্টার থেকে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু। তিনজনই জলদাপাড়া জাতীয় উদ্যানের এক মাহুতের পরিবারের সদস্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মাদারিহাট রেঞ্জ কার্যালয়ের সামনে মাহুত বিনোদ ওরাঁওয়ের আবাসন। আর এই আবাসন থেকে এদিন সকালে বিনোদের ভাই রবি ওরাঁওয়ের (৩০) ঝুলন্ত দেহ, মা বিবি লোহার (৫২) এবং ১৩ বছরের পুত্র বিবেক ওরাঁও-এর মৃতদেহ উদ্ধার হয়। বিবি লোহার এবং বিবেক ওরাঁওয়ের মৃতদেহ ঘরের মধ্যে ছিল।
আলিপুরদুয়ারে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। প্রতীকী ছবি।
আলিপুরদুয়ারে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। প্রতীকী ছবি।
advertisement

বিনোদ জানান, “আমি ভোরে কাজে চলে যাই। তারপর আমার কাছে খবর আসে এই ঘটনা ঘটেছে।” রবিবার রাতে বিনোদ তাঁর দুই সন্তান, স্ত্রী, মা এবং ভাই খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাতে রবি তাঁর সমস্ত শংসাপত্র জ্বালিয়ে দেয় ঘরের পিছনে। এদিন কোয়ার্টারের দুটি ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ কুরে কুরে খায় শরীর, ভুলেও কাঁচা খাবেন না ‘এই’ ৪ সবজি…! ব্রেন পেঁচিয়ে ধরবে ফিতাকৃমি, বাসা বাঁধবে জেদি ভাইরাস

advertisement

রবি অনেকদিন ধরে চাকরির জন্য আবেদন করছিল, বাবা বনকর্মী ছিল। রবি ওরাঁওয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বনকর্মীর ভাই হতাশায় ভুগছিল। মা ও দাদার ছেলেকে শ্বাসরোধ করে খুন করে নিজে আত্মহত্যা করে।

View More

আরও পড়ুনঃ ‘আমার মা পাখি…আকাশের তারা’, মারা গেল সকলের আদরের ‘Sontu’, কী রোগ হয়েছিল তার? জানুন

advertisement

যদিও বিবি লোহার এবং বিবেকের কীভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের দাবি, সকালে ওই বনকর্মী বিনোদ ওঁরাওয়ের স্ত্রী, দেওরের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনা প্রকাশ্যে আসে।

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Annanya Dey

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mystery Death: কোয়ার্টারের দুই ঘরে এলোমেলো পড়ে নাবালক-সহ পরিবারের ৩ সদস্যের দেহ, আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল