আরও পড়ুন: কালী মণ্ডপে পা রাখলেই শুনতে পাবেন ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের শব্দ!
আগামী ১৮ ও ১৯ নভেম্বর রোহিণী লেক গার্ডেনে দুই’দিন ব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করেছে পাইন ট্রি বলে একটি সংস্থা। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে ওই সংস্থার তরফে অনুষ্ঠানের কথা ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন অভিষেক গুরুং, রাজ পারাজুলি, অভিষেক রাজগুপ্ত। তাঁরা বলেন, নেপাল, নাগল্যান্ড, বেঙ্গালুরু, কলকাতা থেকে সঙ্গীত শিল্পীরা এখানে পারফর্ম করতে আসবেন। এছাড়াও দু’দিনব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালে পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া যেমন থাকবে তেমনই পাহাড়ের খাবার-দাবারের স্টলও থাকবে। কেউ যদি রাত্রে যাপন করতে চান তবে সেখানে তাঁবুর মধ্যে থাকতেও পারবেন।
advertisement
সংস্থার অন্যতম প্রতিষ্ঠা সদস্য অভিষেক রাজগুপ্তা বলেন, আমাদের এই মিউজিক ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য উত্তর-পূর্বের পাহাড়ি এলাকার সঙ্গীত শিল্পীদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া। সংস্থার আরেক সদস্য রাজ পারাজুলি জানান, পেটিএম ইনসাইডারের মাধ্যমে এই মিউজিক ফেস্টিভ্যালের টিকিট সংগ্রহ করা যাবে।
অনির্বাণ রায়