Kali Puja 2023: কালী মণ্ডপে পা রাখলেই শুনতে পাবেন ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের শব্দ!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
মণ্ডপে পা রাখলেই শোনা যাবে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের ‘কাউন্টডাউন’। তার পর ধীরে ধীরে শোনা যাবে চাঁদের বুকে চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক ল্যান্ডিংয়ের শব্দও
দক্ষিণ ২৪ পরগনা: এক মাকে বিদায় দিয়ে আরেক মায়ের আরাধনায় মগ্ন হয়ে উঠেছে গোটা বাংলা। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকার কালীপুজো যে অতিবিখ্যাত তা জানা কথা। তবে এবার টেক্কা দিতে আসরে নেমেছে পাশের জেলা দক্ষিন ২৪ পরগনার বারাসত। নজরকাড়া সব থিম থেকে আলোকসজ্জায় থাকছে চমক।
এবার দীপাবলীর উৎসবে নজরকাড়া থিম নিয়ে হাজির হয়েছে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত। এখানকার জোড়াপুল যুবগোষ্ঠীর পুজো এবার চমক দিচ্ছে। এ বছর ৫৯ তম বর্ষে পা দিয়েছে এই পুজো। এবারের থিম চন্দ্রযান-৩। মণ্ডপে পা রাখলেই শোনা যাবে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের ‘কাউন্টডাউন’। তার পর ধীরে ধীরে শোনা যাবে চাঁদের বুকে চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক ল্যান্ডিংয়ের শব্দও।
advertisement
advertisement
মণ্ডপের ভিতরের চাল নির্মিত হয়েছে মহাকাশের আদলে। সেখানে দেখা যাবে চাঁদ, বিক্রম রোভার। এই বিশেষ থিমের নাম রাখা হয়েছে ‘চলুন ঘুরে আসি চাঁদে’। ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর চন্দ্রযান-৩। এবারের দুর্গাপুজোতে বহু জায়গায় সেই চন্দ্রযান-৩ থিম হিসেবে উঠে এসেছিল। এবার কালীপুজোতেও একই ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2023 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Kali Puja 2023: কালী মণ্ডপে পা রাখলেই শুনতে পাবেন ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের শব্দ!