TRENDING:

Money Making Tips: ২ মাসে লাভ ৭০ হাজার টাকা! এই ফল চাষ করেই মিলছে কাঁড়ি কাঁড়ি টাকা!

Last Updated:

Watermelon Cultivation: পতিত জমিতেই চাষের নতুন দিশা! চা বাগানে অন্য ফলন করে নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর করেছেন বহু কৃষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পতিত জমিতেই চাষের নতুন দিশা! চা বাগানে অন্য ফলন করে নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর করেছেন বহু কৃষক। তবে, এবার পতিত জমিতেই তরমুজ চাষ অর্থ লাভের নতুন পথ দেখাচ্ছে, মুখে হাসি ফুটল চা শ্রমিকদের। পতিত জমিতে চাষ—শুধু সম্ভাবনা নয়, এবার সত্যি হয়ে উঠেছে লাভের সমীকরণ। জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বালি মেশানো অনুপযোগী জমিতে তরমুজ চাষ করে এখন উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছেন চা শ্রমিক ও স্থানীয় যুবকেরা।
advertisement

চা চাষের জন্য যেখানে খরচ বেশি, সেখানে বুদ্ধিমত্তার সঙ্গে এই জমিকে কৃষির কাজে ব্যবহার করতে দিয়ে এক অভিনব উদাহরণ গড়েছে বাগান কর্তৃপক্ষ। তারা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সেই জমিতে তরমুজ চাষের অনুমতি দেয়। শ্রমিকরা জানান, জমিতে এখন চার ধরনের তরমুজ ফলছে—যার চাহিদা বাজারে বেশ ভাল। এতে উপার্জনের নতুন পথ খুলেছে। কেউ কেউ বলছেন, পাতা তোলার মরশুমের বাইরেও এখন অর্থের জোগান আসছে ঘরে।

advertisement

আরও পড়ুন: তুরস্ক থেকে রাজ্যে আসত বিশেষ জিনিস, দেদার চলত ব্যবসা! পাকিস্তানকে সমর্থন জানাজানি হতেই যা ঘটল…

স্থানীয় এক যুবক বলেন, “চা বাগানে কাজ না থাকলে ভাবতাম কী করব। এখন তরমুজ চাষেই সংসারে খানিকটা স্বস্তি এসেছে।” এই উদ্যোগে শুধু বিকল্প আয়ের পথ নয়, তৈরি হয়েছে আত্মনির্ভরতার মজবুত ভিত। এই উদ্যোগে শুধু চা শ্রমিকরাই নন, স্থানীয় বেকার যুবকরাও পেয়েছেন কাজের সুযোগ। বিকল্প আয়ের এই পথ তৈরি করে ভান্ডিগুড়ি চা বাগান দেখিয়ে দিল, সদিচ্ছা থাকলে বদলে দেওয়া যায় অনেক কিছু।

advertisement

View More

আরও পড়ুন: সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিরাট নজির এই কলেজের! ধন্য ধন্য করছে সবাই

ভান্ডিগুড়ি চা বাগান কর্তৃপক্ষ জানায়, “পতিত জমির সদ্ব্যবহার করতে চেয়েছিলাম, এখন দেখছি শ্রমিকদের মুখে হাসি—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।” তাই তরমুজ এখন শুধু ফল নয়, হয়ে উঠেছে ভরসা। এই উদ্যোগ দেখিয়ে দিল, ফেলে রাখা জমিও নতুন জীবনের দিশা দিতে পারে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Money Making Tips: ২ মাসে লাভ ৭০ হাজার টাকা! এই ফল চাষ করেই মিলছে কাঁড়ি কাঁড়ি টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল