TRENDING:

Viral Food Stall: টোটোর মধ্যেই জিভে জল আনা খাবার! মোড়ে মোড়ে হাজির ভাইরাল ফুড স্টল

Last Updated:

Viral Food Stall: এই দোকানটি দেখে যে কেউ প্রথমে বুঝতেই পারবেন না। এই দোকানটিকে এত সুন্দর করে একটি টোটো গাড়ির মধ্যে তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের খাবার খুব কম দামে পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমা শহর। এখানে এক নতুন ধরনের গাড়িকে দেখা যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়াতে। সন্ধ্যা নামলেই এই গাড়ির দেখা মিলছে রাস্তায়। তবে এক জায়গায় নয়, শহরের বিভিন্ন এলাকায়। এই গাড়িটি কিন্তু তৈরি করা হয়েছে একটি টোটো দিয়েই। যার কারণে নজর কাড়ছে সকলের। খুব একটা বেশি সময় হয়নি, মাত্র চার মাস ধরে এই দোকান ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই দোকানে পাওয়া যাচ্ছে রকমারি সমস্ত খাবারের মেনু। যা ছোট থেকে বড় সকলের পছন্দের।
advertisement

আরও পড়ুন: নির্মম! পরকীয়ার অভি‌যোগে গৃহবধূর সঙ্গে যা করল এলাকাবাসী…! গুরুতর জখম মহিলা

দোকানের কর্ণধার কল্যাণ জ্যোতি পাঠক জানান, দীর্ঘ সময় ধরে তাঁর ইচ্ছে ছিল একটি খাবারের দোকান করার। তবে শহরের বুকে একটি স্থায়ী দোকান করতে গেলে খরচের মাত্রা হয় প্রচুর। তবে সেই তুলনায় মুনাফা থাকে না একেবারেই। তাই এই জন্য তিনি এই গাড়ি তৈরি করেন। যেখানে একটি মডিউলার কিচেন তৈরি করা হয়েছে। এই কিচেনে মুহূর্তের মধ্যেই যে কোনও খাবার বানানো যাচ্ছে। তাইতো সন্ধ্যা নামলেই এই দোকানে ভিড় জমাচ্ছে বহু খাদ্য প্রেমী। ছোট থেকে বড় সকলেই একেবারে দোরগোড়ায় পাচ্ছেন বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার দারুণ সুবিধা।

advertisement

দোকানের এক গ্রাহক পিনাকী সাহা জানান, এই দোকানটি দেখে যে কেউ প্রথমে বুঝতেই পারবেন না। এই দোকানটিকে এত সুন্দর করে একটি টোটো গাড়ির মধ্যে তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের খাবার খুব কম দামে পাওয়া যাচ্ছে। জেলার মানুষেরা এই দোকানটি ইতিমধ্যেই পছন্দ করছেন। আগামী দিনে এই দোকানের কদর আরও বাড়বে বলেই মনে করছেন মানুষেরা।

advertisement

মহকুমা শহর মাথাভাঙায় এত সুন্দর ভাবে সাজানো একটি খাবারের দোকান আগে ছিল না। তাই তো বাইরে থেকে যাঁরা এখানে ঘুরতে আসেন, তাঁরাও দেখে অবাক হয়ে যান। বর্তমানে মহকুমা শহরের এই ভ্রাম্যমান গাড়ি। ইন্টারনেট দুনিয়ায় বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। বহু মানুষ এই গাড়ির সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট করতে শুরু করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে ঘুরতে যাওয়ার প্ল্যান? বর্ধমানের 'এই' জায়গা হোক আপনার ডেস্টিনেশন
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Food Stall: টোটোর মধ্যেই জিভে জল আনা খাবার! মোড়ে মোড়ে হাজির ভাইরাল ফুড স্টল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল