শিল্পী সুবল সূত্রধর জানান, “২০১৬ সালে প্রথম তিনি তৈরি করেন এই রাস চক্রের রেপ্লিকা। যা মূলত গিফট দেওয়ার জন্য অর্ডার এসেছিল তাঁর কাছে। তারপর থেকে তিনি এই রেপ্লিকা সবচেয়ে ছোট ভাবে তৈরির চেষ্টা শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করার পর তিনি অবশেষে সফল হয়েছেন। চলতি বছরের রাস মেলার আগেই তিনি বানাতে পেরেছেন ১ ইঞ্চি ও ৩ ইঞ্চি উচ্চতার রাস চক্রের মিনি রেপ্লিকা। ১ ইঞ্চি উচ্চতার রেপ্লিকার দাম তিনি রেখেছেন মাত্র ১০০ টাকা এবং ৩ ইঞ্চি উচ্চতার রেপ্লিকার দাম তিনি রেখেছেন মাত্র ২৫০ টাকা।”
advertisement
আরও পড়ুন: মাথায় নয়, নাভিতে এই তেল ঢেলে মালিশ করুন! দূর হবে শরীরের সব রোগ! ত্বক হবে ঝকঝকে
তিনি আরও জানান, “বড় রেপ্লিকা বানানোর চেয়ে অনেকটাই কঠিন কাজ এই ছোট রেপ্লিকা বানানো। তবে এই ছোট রেপ্লিকা দূরে কোথাও নিয়ে যাওয়া অনেকটাই সহজ। তাই এই রেপ্লিকা বহু মানুষের পছন্দ হবে। এছাড়া একেবারে বড় রেপ্লিকার মতন করেই ঘোরানো যাবে এই মিনি রেপ্লিকা।” রেপ্লিকা বানানোর তিন মহিলা কারিগর রিংকী সূত্রধর, শিবানী সূত্রধর এবং সন্তোষী ঠাকুর জানান, “অনেকটাই খাটনি করে এই রেপ্লিকা তৈরি করা হয়েছে। ছোট্ট রেপ্লিকার মধ্যে বড় রাস চক্রের সমস্ত জিনিস সঠিক ভাবে দেখানো হয়েছে।”
আরও পড়ুন: দুয়ারে নার্সারি! এক ফোনেই চারা গাছ পৌঁছে যাবে বাড়িতে! ব্যাপক ভাইরাল
চলতি বছরে জেলার মানুষের পাশাপশি বাইরে থেকে আসা বহু পর্যটক ছোট্ট এই রেপ্লিকা কিনবেন নিশ্চিত। একেবারেই স্বল্প দামে প্রাচীন রাস মেলার ঐতিহ্য রাস চক্রের মিনি রেপ্লিকা পৌঁছে যাবে বহু বাড়িতে। দূর-দূরান্তের মানুষদের জেলার এই ঐতিহ্য গিফট দিতে গিয়েও অনেকটাই সুবিধা হবে জানাচ্ছেন বহু মানুষ। তাই এই রাস চক্রের মিনি রেপ্লিকা রাস মেলার আগেই ভাইরাল হতে শুরু করেছে।
Sarthak Pandit