Viral Toto Nursery: দুয়ারে নার্সারি! এক ফোনেই চারা গাছ পৌঁছে যাবে বাড়িতে! ব্যাপক ভাইরাল

Last Updated:

বর্তমান সময়ে গাছের গুরুত্ব কতটা সেই প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই টোটো। জেলার মানুষেরা এই টোটো নার্সারি থেকে গাছ কিনতে পেরে দারুণ খুশি।

+
টোটো

টোটো নার্সারি থেকে গাছ কিনছেন ক্রেতারা

কোচবিহার: বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের বাড়িতে গাছ রয়েছে। হতে পারে ইন্ডোর প্ল্যান্ট কিংবা আউটডোর প্ল্যান্ট। তবে নতুন গাছ কিনতে হলে হয় বাজারে, নয় নার্সারিতে যেতে হয়। তবে এবার জেলা কোচবিহারে এসে গেল গাছ কেনার একেবারে নতুন এক উপায়।
জেলার সদর শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি টোটো। তবে এই টোটোর মধ্যে চড়ছে না কোনোও মানুষ। কারণ, এই টোটোর মধ্যে ভর্তি রয়েছে নার্সারির চারা গাছ। আনুমানিক প্রায় ২০০টির বেশি প্রজাতির চারা গাছ রয়েছে এই টোটো গাড়িটির মধ্যে।
মাত্র একটি ফোন কলের মাধ্যমে নার্সারির গাছ পৌঁছে যাবে বাড়ির দরজায়। এ যেন দুয়ারে নার্সারি। তবে এটি কোনোও সরকারি প্রকল্প নয়। এক ব্যক্তি এই নতুন পন্থা অবলম্বন করেছেন নার্সারির গাছ বিক্রি করার জন্য।
advertisement
advertisement
টোটো গাড়ির কর্ণধার সুশান্ত দে জানান, “এক জায়গায় বসে গাছ বিক্রি করলে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই এই টোটো গাড়িকে ব্যবহার করছেন তিনি। আনুমানিক প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করার মাধ্যমে তৈরি করা হয়েছে এই টোটো গাড়ি। গাড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে। যাতে গাড়িটির মধ্যে প্রায় ২০০ প্রকারের চারা গাছ বহন করা সম্ভব হয়। তাঁর নম্বরে যোগাযোগ করলেই তিনি টোটো গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন একেবারে বাড়ির সামনে।”
advertisement
তিনি আরও জানান, শুধুই চারা গাছ নয়। গাছের জন্য দরকারি জিনিসও তিনি রাখছেন তাঁর কাছে। এছাড়া কারও গাছের পরিচর্যার কিংবা বাগান তৈরির প্রয়োজন হলে, তাঁকে ফোনে যোগাযোগ করলে তিনি করে দেন। পারিশ্রমিক বাবদ নেন সামান্য কিছু পারিশ্রমিক৷
টোটো নার্সারি থেকে চারা গাছ কিনতে আসা দুই গ্রাহক হুমায়ুন মিঁয়া ও প্রতীক সিনহা জানান, “সকলের জন্য একেবারে সাধ্যের নাগালে রাখা হয়েছে সব চারা গাছের দাম। রয়েছে প্রচুর গাছের সম্ভার।”
advertisement
বর্তমান সময়ে গাছের গুরুত্ব কতটা সেই প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই টোটো। জেলার মানুষেরা এই টোটো নার্সারি থেকে গাছ কিনতে পেরে দারুণ খুশি। এই ধরনের টোটো নার্সারি বিভিন্ন জায়গায় থাকা উচিত এমনটাই জানাচ্ছেন বহু মানুষেরা। তবে বর্তমান সময় জেলায় বিভিন্ন এলাকার মানুষেরা কাছে দারুণ ভাইরাল এই ভ্রাম্যমাণ টোটো নার্সারি।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Toto Nursery: দুয়ারে নার্সারি! এক ফোনেই চারা গাছ পৌঁছে যাবে বাড়িতে! ব্যাপক ভাইরাল
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement