TRENDING:

Migratory Birds: প্রতি বছর‌ই 'ওরা' আসে অনেক দূর থেকে! তাই অতিথিদের সুরক্ষায় রাত জাগে গ্রাম!

Last Updated:

শীত পড়তে না পড়তেই পরিযায়ী পাখিদের আগমন জলপাইগুড়িতে। পাখিদের সুরক্ষায় রাত জাগে গোটা গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শীত পড়তে না পড়তেই পরিযায়ী পাখিদের আগমন জলপাইগুড়িতে। এই পাখিদের সুরক্ষার জন্য এই গ্রামের বাসিন্দারাই পাহারা দিচ্ছেন। ভিনদেশি অতিথিদের আগমনে সরগরম জলপাইগুড়ির একাধিক জলাশয়। জলাশয় তো বটেই এমনকি গাছের ডালেও দেখা মিলছে রংবেরঙের নানা প্রজাতির পরিযায়ী পাখি। প্রতি বছরই শীতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিদের আগমন হয়।
advertisement

অতিথিদের কিচির-মিচির ডাক শুনতে এবং প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে দূরদূরান্ত থেকে মানুষজন আসেন। জলপাইগুড়ির দক্ষিণ পাড়ার বিলে এমনই পরিযায়ী পাখিদের আগমন ঘটেছে। আর এই পরিযায়ী পাখিদের ওপর যাতে চোরাশিকারিদের নজর না পড়ে সে কারণে এই গ্রামের লোকেরাই পাহাড়া দিচ্ছেন পাখিদের। পাখির কোলাহলেই ঘুম ভাঙ্গে দক্ষিণ পান্ডাপাড়ার বাসিন্দা বিকাশ রায়ের। জানালা খুলেই চোখে পড়ে অপরিচিত মুখ। রং-বে-রঙের অচেনা পাখির সমারহ। কারও ঠোঁটটা একটু বেশি বড় কারও আবার চেহারাটা অনেকটা হাঁসের মত।

advertisement

আরও পড়ুন:শীতের গাছে দ্রুত ফুল ফুটবে! শুধু মেনে চলুন সহজ কয়েকটি টিপস

কিন্তু নামটা কী? জানা নেই কারও। তাই ক্ষেতের কাজ করতে করতে ওদের গুঞ্জন আর বিচরণ দেখতে দেখতেই দিন কাটছে ওই এলাকার মানুষজনের।পরিযায়ী পাখি! শব্দটা তো অনেকেরই জানা। কিন্তু এরা কারা জানেন কি? প্রায় প্রতি বছর পৃথিবীর কোনও না কোনও দেশ থেকে বিশ্বের অন্য অঞ্চলে চলে যায় এই পাখিরা একটি বিশেষ ঋতুতে। সে ঋতু সমাপনীতে আবার ফিরে যায় আগের জায়গায়। এই আসা-যাওয়া চলতে থাকে প্রতি বছর কমবেশি একই সময়কালে।

advertisement

View More

আরও পড়ুন:হেরিটেজ বিল্ডিং এখন বাসর ঘর! ঐতিহ্যবাহী ইউরোপিয়ান ক্লাবের গরিমা ধুলোয় লুটোপুটি

পক্ষী বিশেষজ্ঞরা বলেন, তাদের পরিযানের প্রধানত তিনটি কারণ- খাদ্যের সহজলভ্যতা, প্রতিকূল পরিবেশের মোকাবিলা আর বংশবৃদ্ধি। এবার দক্ষিণ পান্ডাপাড়ার এই বিলে প্রায় ১০-১২ হাজার পাখি এসেছে। তারমধ্যে দুই তৃতয়াংশই পরিযায়ী পাখি বলে দাবি করছেন স্থানীয়রা। এক ধরনের বিশেষ শঙ্খচিলের পাশাপশি অস্ট্রেলিয়া, রাশিয়া এবং শীত প্রধান অঞ্চল থেকে প্রচুর অতিথি এসেছে এই বিলে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদের বিজ্ঞান সন্মত নাম কেউ বলতে না পারলেও এলাকার মানুষ তাদের চিহ্নিত করছেন কানিবক, গোবগা, ধুপনি, গলিন্দা সহ নানা নামে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migratory Birds: প্রতি বছর‌ই 'ওরা' আসে অনেক দূর থেকে! তাই অতিথিদের সুরক্ষায় রাত জাগে গ্রাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল