Jalpaiguri News: শীতের গাছে দ্রুত ফুল ফুটবে! শুধু মেনে চলুন সহজ কয়েকটি টিপস
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শীতকালীন গাছগুলোতে যাতে দ্রুত ফুল ফোটে এবং দীর্ঘ সময় ধরে তরতাজা ফুল থাকে, সেই বিষয়েই ক্রেতাদের পরামর্শ দিচ্ছিলেন তিনি।প্রকৃতির বিশেষ নিয়মে শীত মরশুমে খুব ভাল ফুল ফোটে।
জলপাইগুড়ি: শীতকালে ফুল চাষ! শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া পেতে কে না পছন্দ করে? আর শীতকালই মানেই বাগান করার সবচেয়ে মোক্ষম সময়। পিকনিক মানেই যেমন শীতকাল, ঠিক তেমনই শীতের আরেক ছবি বাড়ির ছোটো বাগানে কিংবা ব্যালকনির গ্রিলে ঝুলন্ত পটে শীতের ফুলের সমারোহ। শীত আসতেই জলপাইগুড়ি শহরের পথে নিজের নার্সারিতে তৈরি নানা ফুল গাছের সম্ভার নিয়ে বসেছেন নিমাই পাল। তবে শুধু যে ফুল গাছ বিক্রি তাই নয়, গাছের পরিচর্যা নিয়েও বিনামূল্যে ক্রেতাদের দিচ্ছেন নানা পরামর্শ।
শীতকালীন গাছগুলোতে যাতে দ্রুত ফুল ফোটে এবং দীর্ঘ সময় ধরে তরতাজা ফুল থাকে, সেই বিষয়েই ক্রেতাদের পরামর্শ দিচ্ছিলেন তিনি।প্রকৃতির বিশেষ নিয়মে শীত মরশুমে খুব ভাল ফুল ফোটে। আর এই মরশুমের ফুলের সংখ্যা এত বেশি যে আপনি চাইলেই ১০০ রকম বাহারি সব ফুল দিয়ে আপনার বারান্দা, করিডোর,বাগান সাজিয়ে ফেলতে পারেন খুব সহজেই। শীতকালীন ফুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, বড় বড় ইনকা গাঁদা, ছোট ছোট চায়না গাঁদা, দেশি গাঁদা, রক্ত গাঁদা, হলুদে লাল মিশানো জাম্বো গাঁদা, রাজ গাঁদা ইত্যাদি। এছাড়াও দেশি-বিদেশি বেশ কিছু জনপ্রিয় ফুল যেমন, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, জারবেরা এসব তো রয়েইছে।
advertisement
advertisement
বাড়ির ছাদ, বারান্দা বা সিঁড়িঘরে পোড়ামাটির টবে কাঁচা মাটি রেখে শীতকালীন এসব ফুলের সঙ্গে গোলাপকেও কিন্তু সঙ্গী করতেই পারেন। এবার জানতে হবে কীভাবে যত্ন করলে ফুলের গাছগুলি দ্রুত বেড়ে উঠবে আর ফুল বেশি সময় ধরে তরতাজা থাকবে। ফুল গাছ বিক্রেতা নিমাই বাবুর কথায়, দিনের বেলায় জল আর রাতের বেলায় গাছ গুলোকে খেতে দিন কুয়াশা। এতেই সুস্বাস্থ্য বজায় থাকবে গাছের আর সতেজ ফুল দেখে ঝরঝরে হবে নানান দৈনন্দিন চাপে ভারাক্রান্ত হয়ে থাকা মন।
advertisement
সুরজিৎ দে
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 2:29 PM IST