Apple Jujube Cultivation: একবার ফসল ফলালেই পাবেন প্রতিবছর লাভ! নামমাত্র খরচে করুন এই ফলের চাষ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
একবার চাষ করে এই গাছ লাগিয়ে দিলেই হয়। তারপর সেই গাছ থেকে ৬-৭ বছর পর্যন্ত ভাল ফলন পাওয়া যায়। তাই যে কোন কৃষক স্বল্প ব্যয়ে দীর্ঘ সময় পর্যন্ত আর্থিক মুনাফার মুখ দেখতে পারবেন।
কোচবিহার: শীতকাল মানেই নানা ধরনের ফলের সম্ভার। তবে শীতকালে অন্যতম জনপ্রিয় একটি ফল হল কুল। কুল মানে সকলে বোঝে দেশি কুল। যা কিনা কাঁচা অবস্থায় খেতে টক এবং মিষ্টি মিশ্র স্বাদের হয়। এছাড়া ছিল নারকেলি কুল। যেটি আকারে দেশি কুলের থেকে বড় এবং খেতে মিষ্টি ধরনের হয়। জাঁকিয়ে শীত পড়তেই চাহিদা দেখতে পাওয়া যায় এই কুলের। তবে তুফানগঞ্জ মহাকুমার দেওচড়াই এলাকায় এক কৃষক বিশেষ ধরনের এক কুল চাষ করছেন।এই কুলের নাম আপেল কুল। স্বাদে মিষ্টি প্রজাতির এই কুলের চাহিদা রয়েছে সর্বত্র। এই কুল চাষ করার মাধ্যমে লাভের মুখ দেখছেন এই কৃষক। তিনি অন্যান্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন এই কুল চাষের মাধ্যমে লাভবান হতে।
আপেল কুল চাষি রাসবিহারী বিশ্বাস জানান, “এই আপেল কুল চাষ করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। এছাড়া একবার চাষ করে গাছ লাগিয়ে দিলেই হয়। তারপর সেই গাছ থেকে ৬-৭ বছর পর্যন্ত ভাল ফলন পাওয়া যায়। তাই যে কোন কৃষক স্বল্প ব্যয়ে দীর্ঘ সময় পর্যন্ত আর্থিক মুনাফার মুখ দেখতে পারবেন। এই চাষের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চললেই আয় একেবারে সুনিশ্চিত। আপেল কুল চাষাবাদের ক্ষেত্রে বিশেষ কোন সমস্যা নেই। তবে এক ধরনের পোকার আক্রমণ হয় এই গেছে। তখন গাছের পাতা কালো হয়ে কুঁকড়ে যায়। সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া খুব সহজেই সম্ভব। ৩ থেকে ৪ দিনের মধ্যেই এই রোগ সম্পূর্ণ নিরাময় হয়। তাই ওষুধ প্রয়োগ মাসে ২ থেকে ৩ বার করা উচিত।”
advertisement
advertisement
তিনি আরোও জানান, ‘এই কুলটি কাঁচা অবস্থাতেও বেশ ভালই মিষ্টি হয়ে থাকে। সেই কারণে এই কুলটি খেতে বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকেন। কোচবিহার জেলায় এই কুলের চাষাবাদ খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে এই ফলের চাহিদা বাজারে রয়েছে প্রচুর। তাই ভালো লাভ পেতে হলে এই চাষ করতে পারবেন কোচবিহারের যেকোন কৃষক।” প্রথম অবস্থায় এই কুল চাষি কৃষি দফতরের সহায়তায় এই চাষাবাদ শুরু করেছিলেন। তাই যেকোন কৃষক এই চাষ শুরু করার আগে কোচবিহারের কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে অনেক ধরনের সুবিধা পাওয়ার সম্ভবনা রয়েছে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 2:20 PM IST