Bengal Global Business Summit 2023: চিকিৎসক দেবী শেঠির বড় ঘোষণা, ২ বছরের মধ‍্যে রাজ‍্যে নতুন হাসপাতাল

Last Updated:

বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন চিকিৎসক দেবী শেঠি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা করলেন চিকিৎসক দেবী শেঠি।

স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা চিকিৎসক দেবী শেঠির, ২ বছরের মধ‍্যে নতুন হাসপাতাল রাজ‍্যে
স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা চিকিৎসক দেবী শেঠির, ২ বছরের মধ‍্যে নতুন হাসপাতাল রাজ‍্যে
কলকাতাঃ মঙ্গলবার থেকে শুরু হল রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল অনুষ্ঠান। বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেনের পাশে দাঁড়িয়ে গলা মেলালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, ধনধান্য অডিটোরিয়ামে হবে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান। এবারের বাণিজ্য সম্মেলনে রাজ্যের অন্যতম নজরে ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ আনা সে কথা আগেই জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী।
সপ্তমবারের বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে প্রথম দিনেই হাজির হয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি, আই টি সি চেয়ারম্যান সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা প্রমুখ। এছাড়াও, বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন চিকিৎসক দেবী শেঠি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা করলেন চিকিৎসক দেবী শেঠি। তাঁর কথায়, ‘ ৩৩ বছর আগে আমি কলকাতা এসেছিলাম হার্ট সার্জেন হিসাবে। বর্তমানে স্বাস্থ্যতে আমরা অনেক এগিয়ে গিয়েছি।’ তিনি আরও বলেন ‘রাজ্যের যা ক্ষমতা আছে যে কোনও অন্য রাজ্যকে পথ দেখাতে পারবে।’
advertisement
advertisement
দেবী শেঠি আগামী দু’বছরের মধ‍্যে একটি মাল্টিস্পেশ‍্যালিটি হাসপাতাল করার কথা ঘোষণা করেন। তাঁর কথায়, ‘আমার একটা স্বপ্ন আছে মানুষকে স্বাস্থ‍্য পরিষেবা দেওয়ার জন্য মাল্টিস্পেশ‍্যালিটি হাসপাতাল করার। আগামী ২ বছরের মধ্য হাসপাতাল করার চেষ্টায় আছি আমি।’
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢুকেই প্রথমে ফিকির আলোচনা সভায় যোগ দেন। তারপর সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য। মূলত এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করেছে রাজ্য। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর সেই বিনিয়োগের সম্ভাবনাকে শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে রাজ্যের পক্ষ থেকে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengal Global Business Summit 2023: চিকিৎসক দেবী শেঠির বড় ঘোষণা, ২ বছরের মধ‍্যে রাজ‍্যে নতুন হাসপাতাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement