Bengal Global Business Summit 2023: 'রাজ্যে শিল্পের পরিবেশ রয়েছে', শিল্পপতিদের বঙ্গে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর
- Published by:Salmali Das
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর সাড়ে বারোটা নাগাদ এসে পৌঁছান। বিশ্ব বাংলা কনভেনশন ফিকি এর সভা এবং সি আই আই এর ন্যাশনাল কাউন্সিলিং এর সভা অনুষ্ঠিত হয়।
কলকাতাঃ মঙ্গলবার থেকে শুরু হল রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। আর সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শুরুতেই নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দুই বণিক সভার বিশেষ আলোচনা সভা আয়োজিত হল। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শিল্পপতিরা। মূলত ফিকি ও সি আই আই-এর আলোচনা সভা আয়োজিত হয় নিউটাউন-এর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) । দুই বণিক সভার আলোচনা সভাতেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । দুই বণিক সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান শিল্পপতিদের সামনে।
রাজ্যে বিনিয়োগের (Investment) পরিবেশ রয়েছে সেই বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন দুই বণিক ( Chambers) সভার সামনেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢুকেই প্রথমে ফিকির আলোচনা সভায় যোগ দেন। তারপর সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য। মূলত এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করেছে রাজ্য। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর সেই বিনিয়োগের সম্ভাবনাকে শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে রাজ্যের পক্ষ থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকছেন। তার আগেই সিআইআই ও ফিকির আলোচনা সভায় যোগ দেওয়া রাজ্যের শিল্প মহল এর কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা গেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। রাজ্যে কোন কোন জেলায় কী পরিমানে ল্যান্ড ব্যাংক রয়েছে সেই তথ্য শিল্পপতিদের সামনে তুলে ধরবে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
এবারের এই সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে একাধিক ছোট ছোট আলোচনা সভা আয়োজিত হবে বিভিন্ন দফতরের উদ্যোগে। বিভিন্ন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরও করবে রাজ্য। আগামীকাল অর্থাৎ বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে ধনধান্যে অডিটোরিয়ামে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 3:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengal Global Business Summit 2023: 'রাজ্যে শিল্পের পরিবেশ রয়েছে', শিল্পপতিদের বঙ্গে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর