Bengal Global Business Summit 2023: জমির সমস্যা নেই, লক্ষ্য বিনিয়োগে! বিশ্ববাণিজ্য সম্মেলনে এই বার্তাই দেবে সরকার

Last Updated:

Bengal Global Business Summit 2023: এই মুহূর্তে রাজ্য সরকারের পাখির চোখ আরও বিনিয়োগ এবং কর্মসংস্থান

বিশ্ববাণিজ্য সম্মেলনে এই বার্তাই দেবে সরকার
বিশ্ববাণিজ্য সম্মেলনে এই বার্তাই দেবে সরকার
কলকাতা: জমির কোনও সমস্যা নেই। রাজ্যের ল্যান্ড ব্যাঙ্কে পর্যাপ্ত জমি আছে। আজ শিল্প সম্মেলন আসর থেকে এই বার্তা দিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারের পাখির চোখ আরও বিনিয়োগ এবং কর্মসংস্থান। এবছর এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই।
সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্রেফ বিদেশি শিল্পপতিদের সঙ্গে বৈঠক নয়, স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে রাজ্যের তৃতীয় ইস্পাত কারখানার তৈরির কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
চলতি বছরের মার্চে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
সেই বৈঠকে তিনি জানিয়ে দেন, ‘জোর করে জমি অধিগ্রহণ করবে না সরকার’। সঙ্গে নির্দেশ দেন, ‘সরকারি জমিতে হোর্ডিং দিন। ওই জমিতে যে শিল্প করিডর হবে, লিখে দিন।’ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক, শিল্পবান্ধব পরিস্থিতি কথা তুলে ধরা হবে বলে খবর।
advertisement
সূত্রের খবর সম্মেলনে আসা শিল্পপতিদের মধ্যে রয়েছেন, মুকেশ আম্বানি,সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, পূর্ণেন্দু চ্যাটোপাধ্যায়, হর্ষ নেওটিয়া, রুদ্র চ্যাটোপাধ্যায়, রাজন ভারতী মিত্তল,  উমেশ চৌধুরী, মেহুল মোহাঙ্কা। এছাড়া সম্মেলনে থাকবেন ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান লর্ড ডেভিস।
advertisement
পোল্যান্ডের মন্ত্রী গ্লেজর্জ টোবিজস্কি। শিল্প সম্মেলনে জোর দেওয়া হবে ক্ষুদ্র-কুটির শিল্প, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ ও পরিবহণ, ম্যানুফ্যাকচারিং রিয়েল এস্টেট ও পরিকাঠামো উন্নয়ন কৃষি ক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য চলচ্চিত্রের মতো বিষয়ে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengal Global Business Summit 2023: জমির সমস্যা নেই, লক্ষ্য বিনিয়োগে! বিশ্ববাণিজ্য সম্মেলনে এই বার্তাই দেবে সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement