Bomb Explosion: বল ভেবে বোমায় হাত! খিচুড়ি আনতে গিয়ে গুরুতর আহত তিন শিশু
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বল ভেবে বোমা তুলতে গিয়ে বোমা ফেটে আহত হল তিনজন শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে।
ফরাক্কাঃ ফরাক্কাতে বোমা ফেটে আক্রান্ত তিনজন শিশু। বল ভেবে বোমা তুলতে গিয়ে বোমা ফেটে আহত হল তিনজন শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে।
জানা গিয়েছে স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্রে খিচুড়ি আনতে গিয়েছিল তিনজন শিশু । তখন দেখে পুকুরের ধারে বল পড়ে আছে। আর সেই বল তুলতেই বোমা ফেটে আহত হন তিনজন শিশু। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। দুইজন বালিকা ও একজন বালক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
advertisement
advertisement
চলতি বছরে, পঞ্চায়েত ভোটের মাত্র চারদিন আগে ভয়ঙ্কর ঘটনা ঘটে দিনহাটায়। বোমা ফেটে জখম হয় একই পরিবারের চার সদস্য।বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে চারপাশ। দিনাহাটার গোসানিমারি-২ নম্বর পঞ্চায়েতের ছোট নাটাবাড়ি এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হয় একই বাড়ির চারজন। তাদের মধ্যে দু’জন নাবালকও ছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 1:02 PM IST