Crime News: মালদহে বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেল সিআইডি, পাকড়াও দুই পান্ডা

Last Updated:

মালদহে সিআইডির অভিযানে অস্ত্র উদ্ধার। গ্রেফতার দুই অস্ত্র কারবারি। উদ্ধার তিনটি পাইপগান, একটি ছয়ঘরা রিভলবার এবং চার রাউন্ড গুলি।

মালদহে বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেল সিআইডি, পাকড়াও দুই পান্ডা
মালদহে বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেল সিআইডি, পাকড়াও দুই পান্ডা
মালদহ: বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে সাফল্য সিআইডির। মালদহে সিআইডির অভিযানে অস্ত্র উদ্ধার। গ্রেফতার দুই অস্ত্র কারবারি। উদ্ধার তিনটি পাইপগান, একটি ছয়ঘরা রিভলবার এবং চার রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় অভিযান চালায় সিআইডি। ধৃত জুবায়ের আলম এবং ফারুক আজম সম্পর্কে দুই ভাই।
আরও পড়ুনঃ পাহাড়ের কোলে এই গ্রামই যেন উত্তরের সুইজারল্যান্ড! বড়দিনের সেরা ডেস্টিনেশন
ধৃতরা কালিয়াচকের রাজনগরের বাসিন্দা। উদ্ধার হওয়া অস্ত্র এবং ধৃত কারবারিদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় সিআইডি। প্রাথমিক অনুমান, ধৃতরা বাংলাদেশে অস্ত্র পাচারের ছক করেছিল। কিন্তু, তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিআইডি। এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ তোলা হবে মালদহ জেলা আদালতে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি ঘিরে তল্লাশি শুরু করে সিআইডি। এরপর ছাদের ঘর থেকে উদ্ধার হয় পাইপগান, রিভলবার ও গুলি। এদিকে ধৃতদের একজন অস্থায়ী সরকারি কর্মী বলে জানা গিয়েছে।
advertisement
মালদহের কালিয়াচক-২ ব্লকে বাংলা সহায়তা কেন্দ্রে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে ধৃত জুবায়ের আলম। স্বাভাবিকভাবেই ওই সরকারি কর্মীর গ্রেফতারের খবর চাউর হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর এলাকায় প্রতিষ্ঠিত ও পরিচিত পরিবারের দুই ভাইয়ের ধৃত। ফলে তাঁদের অস্ত্র কারবারে জড়িতে থাকার বিষয়টি সামনে আসতেই অবাক প্রতিবেশীরাও। যদিও ধৃতদের পরিবারের দাবি, বাড়ির ছাদে কে বা কারা অস্ত্র রেখেছিল তা তাঁদের জানা নেই। ঘটনার পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি ধৃতদের নিকট আত্মীয়দের।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, সিআইডি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। এরপর ধৃত দুই ভাই এবং অস্ত্র কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। এই কারবারের পেছনে আরও কেউ বা কারা যুক্ত বলে মনে করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদে এই বিষয়টি স্পষ্ট হবে। এই জন্য ধৃতদের আজ মালদা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: মালদহে বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেল সিআইডি, পাকড়াও দুই পান্ডা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement