Weekend Gateway: পাহাড়ের কোলে এই গ্রামই যেন উত্তরের সুইজারল্যান্ড! বড়দিনের সেরা ডেস্টিনেশন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
কার্শিয়াংয়ের একটা ছোট্ট গ্রাম এটি। তবে কার্শিয়াংয়ের মতো লোকের ভিড় এখানে নেই। চারপাশে শুধু নীল আর সবুজ, কখনও কুয়াশা।
দার্জিলিং: একদিকে খাড়া পাহাড়। পাহাড়ের ঠিক পাদদেশে পরপর সাজানো ছোট্ট ছোট্ট সুইস কটেজ। সামনে সুইমিং পুল। যেদিকে চোখ যাবে সবুজের সমারোহ। কার্শিয়াংয়ের একটা ছোট্ট গ্রাম এটি। তবে কার্শিয়াংয়ের মতো লোকের ভিড় এখানে নেই। চারপাশে শুধু নীল আর সবুজ, কখনও কুয়াশা। এমন বিদেশি কোনও গ্রামের দৃশ্য হয়তো পোস্টকার্ড ল্যান্ডস্কেপে দেখেছে অনেকে। কিন্তু উত্তরবঙ্গেও এমন একটি জায়গা আছে যেখানে এলে মনে হবে যেন সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছেন। ভ্রমণপিপাসু হলে আপনার জন্য একটি সেরা ডেস্টিনেশন এই গ্রাম। বেলটার।
আরও পড়ুনঃ অভাবের তাড়নায় কোলের শিশুর সঙ্গে এ কী করলেন মা! ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু
কার্শিয়াংয়ের এই ছোট্ট গ্রামের কথা এতদিন কেউ জানতই না। এমনিতেই চা বাগানের মাঝে এই গ্রাম ছবির মতে সুন্দর লোকেশন। তবে এটি নতুন করে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে সুইস কটেজ ও সুইমিং পুলের নির্মানে। দু’দিকে মহারানি পাহাড় আর মার্গারেট হোপ চা বাগান। সারাক্ষণ মেঘের আনাগোনা, পাখির ডাক আর মন ভুলিয়ে দেওয়া প্রকৃতি।বেলটার রিভারসাইড রিসর্টের অন্যতম আকর্ষণ হল এর সুইমিং পুল। চারদিকে কটেজ আর মাঝখানে সুইমিং পুল। সন্ধ্যে হলে রিসর্টের আশেপাশে গ্রামের রাস্তা ধরে হেঁটে আসুন। গিয়ে বসুন নদীর ধারে। আর রাতে বনফায়ার হলে তো মজা দ্বিগুণ।
advertisement
কীভাবে বুকিং করবেন?
advertisement
বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত। বুকিং করতে হবে জিটিএ-এর ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে।
কীভাবে আসবেন?
প্রথমে ট্রেনে এনজিপি বা প্লেনে বাগডোগরা। সেখান থেকে কার্শিয়াং হয়ে মার্গারেট হোপ চা বাগানের দিকে নেমে আসতে হবে খাড়াই রাস্তা ধরে। রাস্তার পাশেই বড় বড় করে ফলকে লেখা আছে মার্গারেট হোপ। সেই রাস্তা ধরে সোজা এসে ধাক্কা খান বেলটার রিভারসাইড রিসর্টে। কিংবা টুং পর্যন্ত টয়ট্রেনে এসে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে পারেন।
advertisement
বেলটার রিভারসাইড রিসোর্ট এর তত্ত্বাবধায়ক অরুণ গিরি বলেন, “লোকে এই জায়গাটি ভীষণ পছন্দ করছে। পাহাড়ের মাঝখানে আমাদের এই গ্রামের এই রিসোর্ট। একবার এলে বারবার আসতে চাইবেন।” মালদা থেকে আগত এক পর্যটক অনিল চন্দ্র সাহা বলেন, “খুবই অসাধারণ একটি জায়গা আমি আশেপাশের গ্রামও ঘুরে এলাম গ্রামের লোকের সঙ্গে কথা বললাম খুবই ভাল জায়গা। মানুষজন ও খুব ভাল পরিবেশও অত্যন্ত সুন্দর। সুযোগ পেলে আবার আসব।”
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 4:14 PM IST