Jalpaiguri News: হেরিটেজ বিল্ডিং এখন বাসর ঘর! ঐতিহ্যবাহী ইউরোপিয়ান ক্লাবের গরিমা ধুলোয় লুটোপুটি
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ইংরেজ কর্তা এবং চা বাগানের মালিকদের আমোদ-প্রমোদের উদ্দেশ্যে জলপাইগুড়িতে তৈরি করা হয়েছিল ইউরোপিয়ান ক্লাব। মূলত সপ্তাহান্তে এই ক্লাবেই হাজির হতেন সাহেব-মেমরা
জলপাইগুড়ি: শহরের শতাব্দী প্রাচীন বিল্ডিং পরিণত হয়েছে বাসর ঘরে! ব্যপারটা ঠিক বুঝতে পারছেন না তো? তা হলে খানিক পিছিয়ে যাওয়া যাক। সালটা ১৮৯৪। ইংরেজ শাসন চলছে পুরোদমে। উত্তরে শাসন কায়েম রাখতে দুটি বিভাগীয় শহর করা হয়। একটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, অপরটি জলপাইগুড়ি। সেই সময় ইংরেজ কর্তা এবং চা বাগানের মালিকদের আমোদ-প্রমোদের উদ্দেশ্যে জলপাইগুড়িতে তৈরি করা হয়েছিল ইউরোপিয়ান ক্লাব। মূলত সপ্তাহান্তে এই ক্লাবেই হাজির হতেন সাহেব-মেমরা। বিলিয়ার্ড থেকে লং টেনিস সব কিছুর ভরপুর আয়োজন ছিল। এখানেই সম্ভবত উত্তরবঙ্গের সর্বপ্রথম সরকারি পান শালা গড়ে উঠেছিল।
সময় বদলায়, দেশ স্বাধীনতা হয়। পরবর্তীতে স্থানীয় কিছু চা মালিক এই ইউরোপিয়ান ক্লাব পরিচালনার দায়িত্ব নেন। একসময় বাংলার বহু নামী কবি-সাহিত্যিক এই ক্লাবের দ্বিতলের অথিতি কক্ষে রাত্রি যাপনে করেন। তবে আজ এর সবটাই ইতিহাসের পাতায়। দুর্বল পরিচালনার কারণে ধুঁকছে জলপাইগুড়ি শহরের এই ব্রিটিশ স্থাপত্য। সরকার দ্বারা হেরিটেজ তালিকাভুক্ত হওয়ার পরেও বাস্তবে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্তমানে ব্রিটিশদের তৈরি এই ভবনের এমন চেহারা হয়েছে যে তাকে এক শব্দে বলা যায় ‘ক্ষুধিতপাষাণ’।
advertisement
advertisement
বিভিন্ন সময়ে জলপাইগুড়ির বিশিষ্টজনেরা সোচ্চার হয়ে উঠেছিলেন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টায়। তবে নানান অদৃশ্য শক্তির কারণে সেই উদ্যোগ হারিয়ে যায় তিস্তা নদীর চোরা স্রোতে। অবশেষে ক্লাবটির বর্তমান পরিচালক মণ্ডলী ক্লাবটির রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে হেরিটেজের তকমা সাঁটা প্রাচীণ ভবনটির অনেক কিছুই পরিবর্তন করে বর্তমানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার উদ্দেশ্যে ভাড়া দিতে শুরু করেছেন। এই প্রসঙ্গে জলপাইগুড়ির আন্তর্জাতিক শিল্পী নীহার মজুমদার বলেন, বর্তমানে ক্লাবটির যা অবস্থা এবং এ বিষয়ে রাজ্য সরকার সহ জেলা প্রশাসনের ভাবলেশহীন মনোভাবের কারণে এই পরিস্থিতি হয়েছে। তিনি এই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ভবনটি সংরক্ষণের আর্জি জানান।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 21, 2023 7:55 PM IST





