মালদহের পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্যর ঘটনা দেখেছে রাজ্য সেই তালিকায় যোগ হল আরও একটি নাম। উত্তম রবিদাসের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতের বাড়ি মালদহের রতুয়া-২ ব্লকের পুখুরিয়া পঞ্চায়েতের নূরদ্দিপুর গ্রামে। দীর্ঘদিন ধরেই তিনি ভিন রাজ্যে পরিয়াযী শ্রমিকের কাজ করেতেন। মূলত হাই ভোল্টেজ ইলেক্ট্রিক টাওয়ার ও লাইনের কাজ করতেন ওই ব্যক্তি। মৃতের আত্মীয় মানু রবিদাস বলেন, পাটনায় গিয়েছিল ইলেকট্রিশিয়ানের কাজ করতে। চলতি সপ্তাহে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়েছে।
advertisement
আরও পড়ুন: রাতভর কাজ করেও হল না সমাধান, জল বন্ধ বাঁকুড়ার নয় ওয়ার্ডে
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক শক লাগার সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উত্তম রবিদাসকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এদিন তাঁর দেহ পাটনা থেকে মালদহে বাড়িতে এসে পৌঁছয়।
হরষিত সিংহ