Water Supply Disrupted: রাতভর কাজ করে অসাধ্য সাধন বাঁকুড়া পুরসভার, বন্ধ হতে পারতো ন'টি ওয়ার্ডের জল সরবরাহ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Water Supply Disrupted: রেললাইনের তলায় জলের পাইপ ফাটার কারণে দুর্ঘটনা যাতে না হয় এবং বাঁকুড়া শহরের ৯ টি ওয়ার্ডে জল সরবরাহ অনবরত রাখার জন্য তৎপর হয়েছে বাঁকুড়া পুরসভা
বাঁকুড়া: রেললাইনে নিচে দিয়ে গেছে জলের পাইপ। সেই পাইপে দেখা দিয়েছে লিক। যেকোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা, এমনটাই রেলের তরফে জানানো হয়েছে বাঁকুড়া পুরসভাকে। আর তাই মাথায় দুর্যোগ নিয়ে জলের পাইপলাইন পরিবর্তনের জন্য সারারাত কাজ হল বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেল ফটকের সামনে।
পাইপলাইনের নতুন সংযোগ স্থাপন হলে বাঁকুড়া শহরের প্রায় ১-৮ এবং ১৮ নম্বর ওয়ার্ড, এই ৯ টি ওয়ার্ডে পৌঁছে যাবে জল। যদিও বৃহষ্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজ। ফলে এখনও পুরো কাজটি শেষ করতে সময় লাগবে দু’দিনের মত। বাঁকুড়া পুরসভার উপ-পুরপ্রধান জানান, ১ থেকে ৮ এবং ১৮ নম্বর ওয়ার্ডে এই দুদিন টাইম করে জল থাকবে। তবে সময়ের হেরফের হতে পারে। আধ ঘণ্টা-এক ঘণ্টা জল আসতে দেরি হতে পারে।
advertisement
advertisement
এছাড়াও, তীব্র গরমে শুকিয়ে কাঠ বাঁকুড়ার দুই নদী গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর। বৃহস্পতিবারের বৃষ্টিতে কিছুটা রেহাই মিললেও ভৌম জলস্তর ঠেকেছে তলানিতে। সামনেই আসন্ন বর্ষা। তবে তার আগে বাঁকুড়া শহরের ভৌম জলের স্তর তুলতে কংসাবতী ড্যাম থেকে জল ছাড়া হবে বলে জানালেন পুরসভার উপ-পুরপ্রধান। শনিবার থেকে রবিবারের মধ্যে সেই জল দেখা যাবে নদীতে।
advertisement
রেললাইনের তলায় জলের পাইপ ফাটার কারণে দুর্ঘটনা যাতে না হয় এবং বাঁকুড়া শহরের ৯ টি ওয়ার্ডে জল সরবরাহ অনবরত রাখার জন্য তৎপর হয়েছে বাঁকুড়া পুরসভা। সেই কারণেই কোনও সুযোগ না নিয়ে দুর্যোগ মাথায় করে সারারাত চলেছে কাজ। তবে প্রকৃতির কাছে অবশেষে হার মানতে হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে পিছিয়েছে কাজের গতি। সময় লাগবে এখনও ৪৮ ঘণ্টা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Supply Disrupted: রাতভর কাজ করে অসাধ্য সাধন বাঁকুড়া পুরসভার, বন্ধ হতে পারতো ন'টি ওয়ার্ডের জল সরবরাহ