প্রতিবছরই ভুতনির কাটা বাঁধ এলাকার রিং বাঁধের এই অংশে ভাঙনের ফলে বন্যায় প্লাবিত হয় গোটা ভুতনি। তাই এবারে স্থায়ী সমাধানের জন্য লকগেট করে পাথর ও কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হবে বাঁধ। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রীর নির্দেশমতো এদিন মালদহের ভুতনি দ্বীপের দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকা পরিদর্শন করেন রাজ্য সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক।
advertisement
রাজ্য সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, “গত আগস্ট মাস থেকে মানুষ দূর্ভোগে রয়েছেন। ভুতনির যাতায়াত ব্যবস্থাকে সচল করার জন্য বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করার প্রয়োজন আছে। প্রতিবছর এমন কাজ হচ্ছে সেটি জলের চাপে পড়ে যাচ্ছে দুর্ভোগে পড়ছে মানুষ। তিনি আরও বলেন, এই পরিস্থিতি যাতে আগামীতে না হয়, তার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণ হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রতিবছরই বাঁধ নির্মাণের কাজ হয় কিন্তু স্থায়ী সমাধান হয় না। আমরা চাই স্থায়ী সমাধান। লোক গেট করে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক।” উল্লেখ্য, ফি বছরই গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ভুতনির তিনটি অঞ্চল। বাঁধ থাকলেও জলস্রোতের দাপটে বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা ভুতনি দ্বীপ। তবে এবারে সেই সমস্যা সমাধানে রাজ্যের নতুন পরিকল্পনা কতটা কার্যকরী হয় সেটাই দেখার।





