জানা গিয়েছে, মৃতের নাম নুরজাহান বিবি (৬৫), বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়। এদিন তাঁর বাড়িতে খবর আসে বোনের মৃত্যু হয়েছে। সেই খবর পাওয়া মাত্রই বোনকে দেখতে তড়িঘড়ি ছুটে যান দিদি নুরজাহান বিবি। যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা বালুরঘাট-মালদহগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় নুরজাহান বিবির।
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, “বয়স হওয়ায় কানে একটু কম শুনতেন ওই মহিলা। এদিন তাঁর বাড়িতে খবর আসে বোনের মৃত্যু হয়েছে। সেই খবর পেয়ে মৃত বোনকে দেখতে যাচ্ছিলেন নুরজাহান বিবি। যাওয়ার পথে রেললাইন পার করছিলেন বৃদ্ধা। কানের একটু সমস্যা থাকায় সেই সময় ট্রেন আসলে ট্রেনের হর্ন শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে তাঁর।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় রেল পুলিশ। এদিকে একই দিনে দুই বোনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।






