Ganikhan Choudhury's Mercedes: বিদেশ থেকে মার্সিডিজ এসেছিল বিমানে, গনি খানের প্রয়াণের দু’ দশক পর তাঁর প্রিয় বাহনকে দেখতে আজও ভিড় উৎসাহীদের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Jiam Momin
Last Updated:
Ganikhan Choudhury's Mercedes: ৯০ এর দশকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর শখ করে কিনেছিলেন বিদেশি এই মার্সিডিজ। নতুন নয় সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি বিদেশ থেকে আনিয়েছিলেন বিমানে। তবে তার মৃত্যুর পর আজও বিদেশি এই মার্সিডিজ গাড়ি স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে মালদহের কোতোয়ালি ভবনে। তাই তাঁকে স্মরণ করে আজও গাড়িটি দেখতে কোতোয়ালি ভবনে ছুটে আসেন বহু মানুষ।
মালদহ, জিএম মোমিন: এলাকায় এই গাড়িটি দেখলেই ভিড় জমত বহু মানুষের। মাথায় লালবাতি লাগানো লম্বা চওড়া বিদেশি এই গাড়িটিকে দেখলেই সাধারণ মানুষরা বুঝে যেতেন কে এসেছেন। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবিএ গনি খান চৌধুরীর বিদেশি এই গাড়ি এলাকায় প্রবেশ করা মাত্রই ভিড় জমত বহু মানুষের। নয়ের দশকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর শখ করে কিনেছিলেন বিদেশি এই মার্সিডিজ। নতুন নয়, সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি বিদেশ থেকে আনিয়েছিলেন বিমানে। তবে তাঁর মৃত্যুর পর আজও বিদেশি এই মার্সিডিজ গাড়ি স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে মালদহের কোতোয়ালি ভবনে। তাই তাঁকে স্মরণ করে আজও লালবাতি লাগানো এই মার্সিডিজ গাড়িকে দেখতে মালদহের কোতোয়ালি ভবনে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন।
গনি পরিবারের সদস্য তথা মালদহ দক্ষিণের লোকসভা সাংসদ ঈশা খান চৌধুরী জানান, “এই গাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে জেলাবাসীর আবেগ। মন্ত্রী থাকাকালীন তিনি জেলায় যখন ঘুরে বেড়াতেন, তাঁকে দেখতে যেমন ভিড় জমত ঠিক একইভাবে ভিড় জমত এই গাড়িটিকে দেখতে। এবিএ গনি খান চৌধুরী আজও মানুষের মনে প্রাণে জীবিত রয়েছেন। তাই তাঁকে স্মরণ করে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন আজও ছুটে আসে এখানে।”
advertisement
আরও পড়ুন : বিরল লাল ঘাড়ের ধনেশপাখির দেখা মিলল বাংলার পাহাড়ে! উচ্ছ্বসিত পক্ষীপ্রেমীরা! কোথায়? জানুন বিশদে
এবিএ গনি খান চৌধুরী অর্থাৎ আবু বরকত আতাউর গনি খান চৌধুরী জেলাবাসীর কাছে তিনি পরিচিত বরকত দা’ নামে। প্রয়াত হয়েছেন প্রায় দুই দশক আগে। তবে আজও জেলাবাসীর মনেপ্রাণে জীবিত মালদহের এই নেতা। মৃত্যুর প্রায় দুই দশক পরও তাঁকে স্মরণ করে আজও মালদহের কোতোয়ালি ভবনে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 11:57 PM IST
