আরও পড়ুনঃ ফিট থাকতে জিমে সময় নষ্ট নয়! হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ চমকে দেবে
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ। রোগীর সুস্থতা নিয়ে আলোচনা ডাক্তারদের। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি। বেশ কয়েকদিন আগে রক্তজনিত সমস্যার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
advertisement
পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রক্তের নমুনা হাসপাতালের ব্লাড ব্যাংক পাঠানো হয় রক্তের গ্রুপ জানার জন্য এবং সেই রক্ত ব্যবস্থা করার জন্য। পরে হাসপাতালে থেকে বলা হয় তাদের রুগীর জন্য AB পজেটিভ রক্ত লাগবে। সেই অনুসারে পরিবারের লোকেরা AB পজেটিভ রক্ত দেন।
পরিবারের অভিযোগ,পরবর্তীতে তারা জানতে পারেন হাসপাতাল থেকে ভুল রক্ত পরিবেশন করা হয়েছে তাদের রোগীকে। এমন ঘটনায় রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ জমতে থাকেন। রবিবার দুপুর থেকে আদিবাসী মানুষেরা ভিড় জমাতে থাকেন গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে।পরিস্থিতির বেহাল যেন না হয় সেই দিকে নজর রেখে গঙ্গারামপুর থানার পুলিশ মোতায়ন ছিল হাসপাতাল চত্বরে। পরবর্তীতে ওই রোগীর উন্নত চিকিৎসার জন্য আলোচনায় বসেন হাসপাতালের ডাক্তাররা। ভুল রক্ত পরিবেশন! দায় কার?প্রশ্ন অনেকের।
