SIR in West Bengal: ২০০২ ভোটার তালিকায় পরিবারের কারও নাম না থাকলে কী হবে? এসে গেল এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
যাদের পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকবে না সে ক্ষেত্রে কী হবে? তাতেও চিন্তা নেই বলেই জানা যাচ্ছে এসআইআর প্রশিক্ষণ শিবির সূত্রে
রাজ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। আগামী ৪ নভেম্বর থেকে মাঠে নামবেন এসআইআর এর ভোটার তালিকা সংক্রান্ত কাজে নিযুক্ত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। তার আগে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিএলও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁরা আরও জানান, "এক্ষেত্রে যদি কোনও ভোটারের ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে তারা ২০০২ ভোটার তালিকায় তাদের পরিবারের বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম দেখে সেই তথ্যটি দিয়ে নিজেদের এসআইআর ফর্মে ফিলাপ করে জমা দিতে পারবেন। প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রতিটি বাড়িতে তিনবার করে ভিজিট করবেন বুথ লেভেল অফিসাররা।"
advertisement
এক্ষেত্রে যদি একই ব্যক্তির দুই জায়গায় নাম থাকে তাহলে তাদের নাম বাদের আশঙ্কা থাকছে। পাশাপাশি যদি কোনও জীবিত ব্যক্তি মৃতের তালিকায় থাকেন তাহলে সে ক্ষেত্রে ওই ভোটারকে সশরীরে হাজির হয়ে নিজেদের বিএলওকে জানাতে হবে। তবে একেবারে যাদের পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকবে না সে ক্ষেত্রে ১২ টি প্রয়োজনীয় নথি দেখে আগামী ব্যবস্থা নেওয়া হবে। যদিও ১২ টি নথি সংক্রান্ত বিষয়ে আপাতত স্পষ্ট কোনও নির্দেশিকা জানানো হয়নি প্রশাসনের তরফ বলে জানান প্রশিক্ষণে আসা বুথ লেভেল অফিসাররা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
