TRENDING:

মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল শিউরে উঠবেন

Last Updated:

মৃত বোনের বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল দিদির। মৃত বোনকে দেখতে যাওয়ার পথে রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিদির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বোনের মৃত্যুর সংবাদ পেয়ে বোনকে দেখতে যাচ্ছিলেন দিদি। কিন্তু বোনকে দেখা হল না আর। মৃত বোনের বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল দিদির। মৃত বোনকে দেখতে যাওয়ার পথে রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিদির। রবিবার সকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদহের গাজোল থানার করকচ অঞ্চলের ভালুকডাঙ্গা এলাকায়।
মালদহের গাজোলে রেল লাইন পার করতে গিয়ে মৃত্যু এক মহিলার
মালদহের গাজোলে রেল লাইন পার করতে গিয়ে মৃত্যু এক মহিলার
advertisement

জানা গিয়েছে, মৃতের নাম নুরজাহান বিবি (৬৫), বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়। এদিন তাঁর বাড়িতে খবর আসে বোনের মৃত্যু হয়েছে। সেই খবর পাওয়া মাত্রই বোনকে দেখতে তড়িঘড়ি ছুটে যান দিদি নুরজাহান বিবি। যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা বালুরঘাট-মালদহগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় নুরজাহান বিবির।

advertisement

আরও পড়ুন: ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনায় মুর্শিদাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, “বয়স হওয়ায় কানে একটু কম শুনতেন ওই মহিলা। এদিন তাঁর বাড়িতে খবর আসে বোনের মৃত্যু হয়েছে। সেই খবর পেয়ে মৃত বোনকে দেখতে যাচ্ছিলেন নুরজাহান বিবি। যাওয়ার পথে রেললাইন পার করছিলেন বৃদ্ধা। কানের একটু সমস্যা থাকায় সেই সময় ট্রেন আসলে ট্রেনের হর্ন শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে তাঁর।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় রেল পুলিশ। এদিকে এক‌ই দিনে দুই বোনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল