রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর শিক্ষকদের এই সম্মানে সম্মানিত করা হয়ে থাকে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয় শিক্ষকদের। শিক্ষকদের পড়ানোর কৌশল, গবেষণামূলক কাজ, সমাজসেবা, শিক্ষকতার প্রতি নিষ্ঠা ছাড়াও বিভিন্ন বিষয়গুলির ওপর বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান শিক্ষকদের দেওয়া হয়ে থাকে। কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি, ভাল কাজের সম্মান দিতেই রাজ্য শিক্ষা দফতরের এমন উদ্যোগ। শিক্ষক অনুকূল বিশ্বাস বলেন, “এই সম্মান শিক্ষকতার সর্বোচ্চ সম্মান। আমি এই সম্মান পেয়ে খুব খুশি। আগামীতে ছাত্রছাত্রীদের প্রতি আমার দায়বদ্ধতা বৃদ্ধি করবে। কাজের প্রতি অনুপ্রেরণা জোগাবে এই সম্মান।”
advertisement
আরও পড়ুন- সিগারেট ছাড়া ১ দিন? এতেই অস্বস্তি হচ্ছে? জানেন ১ দিনেই কী বদলাল শরীরে..
প্রতি বছরের মতো এই বছরেও রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হচ্ছে। এই বছর মালদহের একমাত্র শিক্ষক অনুকূল বিশ্বাস এই সম্মান পাচ্ছেন। তিনি প্রায় ২২ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি অঙ্কের শিক্ষক। প্রথমে মালদহ জেলার কালিয়াচকের সুজাপুরের নয়মৌজা হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। তারপর যোগদান করেন মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে। বর্তমানে শহরের এই স্কুলেই শিক্ষকতা করছেন তিনি।
আরও পড়ুন- নারকেল তেলে মেশান শুধু ‘এই’ সবজির রস, একঢাল চুল পাবেন ২ মাসে! চুল পড়াও বন্ধ…
তাঁর শিক্ষকতার ধরন, ছাত্রদের প্রতি দায়িত্ববোধ এই সমস্ত কিছু বিষয়ের ওপর বিবেচনা করেই এই সম্মানে ভূষিত হচ্ছেন। শিক্ষার সর্বোচ্চ সম্মান এই শিক্ষারত্ন পেয়ে খুশি শিক্ষক অনুকূল বিশ্বাস পাশাপাশি এই সম্মান আরও দায়িত্ববোধ বাড়িয়ে তুলল বলে মনে করছেন তিনি। আগামীতে এই সম্মান কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে।
হরষিত সিংহ