Hair Care Tips: নারকেল তেলে মেশান শুধু 'এই' সবজির রস, একঢাল চুল পাবেন ২ মাসে! চুল পড়াও বন্ধ...
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
চুল পড়া সামলাতে ক্লান্ত? নারকেল তেল মাখছেন অথচ কাজ হচ্ছে না? এবার চেষ্টা করে দেখুন ছোট্ট এক টোটকা। ২ মাসেই পাবেন একঢাল চুল!
চুল পড়া সামলাতে ক্লান্ত? নারকেল তেল মাখছেন অথচ কাজ হচ্ছে না? এবার চেষ্টা করে দেখুন ছোট্ট এক টোটকা। ২ মাসেই পাবেন একঢাল চুল!representative image
advertisement
প্রতি দিন মাথার ত্বকে ধুলো ময়লা জমে। চুলের গোড়ায় ঘাম, বাতাসের আর্দ্রতা মিশে বন্ধ করে দেয় অক্সিজেন ও রক্ত সঞ্চালনের পথ। তাই চুল পড়া বাড়ে। representative image
advertisement
অনেক মহিলা এসে অভিযোগ করেন যে, তাঁদের চুল ঝরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা তাঁদের ঘরোয়া প্রতিকারের পরামর্শ দেওয়ারই চেষ্টা করি। Photo- Representative
advertisement
চুল পড়া আমাদের বড় সমস্যা। বিশেষ করে দূষণের ফলে অথবা কেমিক্যালের ব্যবহার এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। তার জন্য তেলের কোনও বিকল্প নেই।
advertisement
আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার কালো চুল ফিরে পেতে চান, তাহলে এখানে আমরা আপনাকে একটি সহজ ঘরোয়া প্রতিকার বলছি যা দুর্ধর্ষ সহজ ও নির্ঝঞ্ঝাট উপায়। কিন্তু কি এই উপাদান?
advertisement
advertisement
আমাদের ত্বকের মতো মাথারও সুস্বাস্থ্য বজায় রাখে শসার রস। অবাক হলেও এটাই সত্যি! representative image
advertisement
বর্ষাকালের সময়টায় চুলে হাত দিলেই গোছা গোছা চুল পড়তে থাকে। তবে চিন্তার কিছু নেই। নিয়মিত শসার রস মাথার ত্বকে মালিশ করলে উপকার পাবেন। শসার ছোট্ট টুকরো সরাসরি স্ক্যাল্পে ঘষতে পারেন কিংবা চুলের গোড়ায় মালিশ করতে পারেন রস করে।
advertisement
ত্বকের চিকিৎসক অজয় রানা জানান, শসার রসে থাকে ভিটামিন এ, সি এবং সিলিকার মতো উপাদান, যা চুলের স্বাস্থ্য ফেরায়। চুল পড়া বন্ধ করে। representative image
advertisement
শসার রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং পটাশিয়াম। যা চুলের গ্রোথ তরান্বিত করে!representative image
advertisement
শসার রস ব্যবহার করলে সাদা কাপড়ে আগে রস ছেঁকে নিয়ে লাগাবেন চুলে। শসার রস মাথায় ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নেবেন। এতেই উপকার পাবেন। representative image
advertisement
নারকেল তেলের সঙ্গেও মেশাতে পারেন শসার রস। সেই তেল চুলে দিলে ফল পাবেন হাতেনাতে। নারকেল তেলের সঙ্গে যদি মিশিয়ে লাগান তাহলে দেখবেন চুল বাড়তে শুরু করেছে দ্রুত! শসা নারকেল তেলে মেশালে দু'মাসের মধ্যেই পাবেন একঢাল চুল! representative image
advertisement