মালদহের কালিয়াচক থানার কালিয়াচক ২ গ্রাম পঞ্চায়েতের ধুরিটোলা গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হয় বোমা গুলি। জানা গিয়েছে, ওই পরিত্যক্ত বাড়ি মালিকের নাম অর্জুন মন্ডল। বাড়ির মালিক অনেক দিন আগেই মারা গিয়েছেন। সেই বাড়িতে কেউ থাকেন না। যদিও সেই পরিত্যক্ত বাড়ির পাশেই রয়েছে মৃত অর্জুন মন্ডলের দাদা নিখিল মন্ডলের বাড়ি। কে বা কারা এই বোমাগুলো সেখানে রেখে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, সকালে ধুরিটোলা গ্রামে মৃত অর্জুন মন্ডলের পরিত্যক্ত বাড়ির পিছনের শৌচাগার থেকে তিনটি ড্রাম থেকে তাজা বোমাগুলি উদ্ধার হয়। বোমা মজুতের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ এবং সিআইডির বোম স্কোয়ার্ডের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডির বোম স্কোয়ার্ডের সদস্যরা।






