ফুটবল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক কাণ্ড! বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল খেলোয়াড়দের গাড়ি, মুহূর্তে সব শেষ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
ফুটবল খেলায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কা। প্রাণ গেল মালদহের তিনজন ফুটবলারের। ঘটনায় আহত আরও সাতজন।
মালদহ, জিএম মোমিন: ফুটবল খেলায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কায় মাঝপথে প্রাণ গেল মালদহের তিনজনের। ঘটনায় আহত আরও সাতজন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী জামবাড়ী এলাকার জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, মৃত এবং আহতদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদহ থানার মাধাইপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন আজিজুল শেখ, আমির সোহেল এবং আশিক শেখ।
আরও পড়ুনঃ শৌচালয়ে লুকিয়ে ভুয়ো ভোটারের দল! মালদহের সমবায় ভোট ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি, হট্টগোল! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি চার চাকা গাড়িতে করে মাধাইপুর এলাকার ১০ জন যুবক ফুটবল খেলার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় যাচ্ছিলেন। সেই সময় যাওয়ার পথে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জামবাড়ী এলাকায় জাতীয় সড়কে তাদের গাড়িতে পিছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় খেলোয়াড় বোঝাই গাড়িটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও সাতজন। বর্তমানে আহত দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে এবং বাকিরা রায়গঞ্জ এবং শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার-সহ গোটা এলাকায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 12:29 PM IST