শৌচালয়ে লুকিয়ে ভুয়ো ভোটারের দল! মালদহের সমবায় ভোট ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি, হট্টগোল! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
ভুয়ো ভোটারদের ধরতে গিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ভোটকেন্দ্রের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মালদহ, গোপাল সূত্রধর: মালদহের গাজোলে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটারদের শৌচালয়ের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। ভুয়ো ভোটারদের ধরতে গেলে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে ভোটকেন্দ্রের মধ্যেই উত্তেজনা। অভিযোগ, গোলমালের সময় উপস্থিত পুলিশকর্মীরা কার্যত কোনও পদক্ষেপ করেনি। নির্বাচনের নামে প্রহসন অভিযোগ বিজেপির।
আরও পড়ুনঃ মালদহ মেডিক্যালে থ্রেট কালচার! ইন্টার্নদের হাতাহাতির পর কলেজ অধ্যক্ষ এবং সুপারকে ঘরবন্দি করে বিক্ষোভ ডাক্তারদের, হুলুস্থুল কাণ্ড
রবিবার মালদহের গাজোলের হাজী নাকু মহম্মদ উচ্চবিদ্যালয়ে কদুবাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। যেখানে ৪২টি আসন ছিল। প্রত্যেকটিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। ২২টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। ভোট শুরু হওয়ার পর থেকেই ছাপ্পার অভিযোগ তোলে গেরুয়া শিবির। অভিযোগ, ভোটকেন্দ্রের শৌচালয়ের মধ্যে ভুয়ো ভোটারদের লুকিয়ে রেখেছিল তৃণমূল। তারা ছাপ্পা ভোট দিয়েছে। সেই ভুয়ো ভোটারদের ধরতে গেলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ভোটকেন্দ্রের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বাড়তি পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চুলকানি! নলকূপের জল পেটে পড়তেই ছটফট… নিমেষে শেষ পরিবারের ৩ সদস্য
এই নির্বাচনকে মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ভাবে হয়নি। ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে। ছাপ্পা হয়েছে। পুলিশ নিরপেক্ষ ছিল না। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, নিজেদের পরাজয় বুঝতে পেরে মিথ্যে অজুহাত দিচ্ছ বিজেপি। শুরু হয়েছে শাসক-বিরোধীর রাজনৈতিক তরজা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 10:27 PM IST