মালদহ মেডিক্যালে থ্রেট কালচার! ইন্টার্নদের হাতাহাতির পর কলেজ অধ্যক্ষ এবং সুপারকে ঘরবন্দি করে বিক্ষোভ ডাক্তারদের, হুলুস্থুল কাণ্ড

Last Updated:

মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকদের একাংশ। প্রায় ২৪ ঘন্টা ধরে দফতরে ঘরবন্দি মেডিক্যাল কলেজ অধ্যক্ষ এবং সুপার৷

মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দফতর ঘেরাও জুনিয়র চিকিৎসকদের
মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দফতর ঘেরাও জুনিয়র চিকিৎসকদের
মালদহ, জিএম মোমিন: সার্জিক্যাল বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহ মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে৷ এক ইন্টার্ন চিকিৎসককে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে আর এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকদের একাংশ। প্রায় ২৪ ঘন্টা ধরে দফতরে ঘরবন্দি মেডিক্যাল কলেজ অধ্যক্ষ এবং সুপার৷
আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চুলকানি! নলকূপের জল পেটে পড়তেই ছটফট… নিমেষে শেষ পরিবারের ৩ সদস্য 
জানা গিয়েছে, সার্জিক্যাল বিভাগে এক মহিলা ইন্টার্নের সঙ্গে পুরুষ ইন্টার্নের কোনও এক বিষয় নিয়ে বিবাদ বাধে৷ এরপর ওই মহিলা ইন্টার্নের সহকর্মী পুরুষ ইন্টার্নকে ঘরে ঢুকিয়ে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত ওই ইন্টার্ন চিকিৎসকের নাম মিজানুর রহমান। অভিযোগ উঠেছে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসক ময়রাখি ঘোষ এবং নবদ্বীপ শীলের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুনঃ সেকি কাণ্ড! ভোরবেলা কাঠ কুড়াতে গিয়ে… বেলা গড়াতেই পুকুরে ভেসে উঠল মহিলার দেহ! রহস্য
বিক্ষোভকারী এক জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ কাঞ্জি জানান, প্রায় ২৪ ঘন্টা অতিক্রম হয়েছে তবুও অভিযুক্তদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এমন অবস্থায় এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বিক্ষোভ জারি থাকবে বলে দাবি বিক্ষোভকারী পড়ুয়াদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহ মেডিক্যালে থ্রেট কালচার! ইন্টার্নদের হাতাহাতির পর কলেজ অধ্যক্ষ এবং সুপারকে ঘরবন্দি করে বিক্ষোভ ডাক্তারদের, হুলুস্থুল কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement