এবারে জাঁকিয়ে শীত পড়তেই অস্থায়ী শীতবস্ত্রের বাজার বসল মালদহ শহরে। নেপালি, তিব্বতি ও পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের শীতবস্ত্রের বাজার তো জেলায় জেলায় দেখেছেন। তবে এবারে সেই পাহাড়ি রাজ্যগুলির পোশাকের সমাহার নিয়ে হাজির হলেন বাঙালিরা। দরাদরি করার সুযোগও রয়েছে। পাশাপাশি বিশেষ ছাড়ে সমস্ত রকম আধুনিক ডিজাইনের শীতবস্ত্র মিলবে এই বাজারে।
আরও পড়ুন: বড়দিনের কাউন্টডাউন শুরু শিলিগুড়িতে, সামনে থেকে দেখল পথশিশুরা! সময় এলেই পাওয়া যাবে সুস্বাদু কেক
advertisement
মালদহ শহরের বৃন্দাবনে মাঠ সংলগ্ন এলাকায় শীত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে বসেছে জমজমাট শীতবস্ত্র বাজার। এক বিক্রেতা টাইগার ঘোষ জানান, “প্রতিবছরই শীতের মরশুমে প্রায় শতাধিক ব্যবসায়ীরা শীতবস্ত্রের দোকান নিয়ে এই অস্থায়ী মার্কেটে আসেন। সন্ধ্যা নামলেই ব্যাপক ভিড় জমে বাজারে। ১০০ থেকে ৫০০০ টাকা দামের একাধিক রকম নিত্যনতুন ডিজাইনের শীতবস্ত্র রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক ক্রেতা পুনম রায় পাল জানান, “এবছর নিত্যনতুন ভাল শীতবস্ত্রের কালেকশন রয়েছে। ছেলেমেয়েদের ব্লেজার, ওয়ান পিস সহ একাধিক রকম নিত্যনতুন শীতের পোশাক খুব কম দামে পাওয়া যায়।” শীতকালের জন্য সাধারণত সোয়েটারের মত উলের মোটা পোশাক পাওয়া গেলেও চুরিদার, থ্রি পিস, হেয়ার টপ, ক্রোক টপ, ফেন্সি টপ ইত্যাদি একাধিক রকম শীতবস্ত্রের কালেকশন বিশেষভাবে আকর্ষণ করেছে জেলাবাসীকে।





