অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার মেশিন প্রস্তুতকারক এক স্কুল পড়ুয়া বৈদূর্য অধিকারি জানিয়েছে, “অনেক সময় দেখা যায় বাড়ি হোক বা অফিস ঘর ও স্কুল, জল ব্যবহারের পর জলের নল খুলে দিয়ে ছেড়ে দেন অনেকে। তাই তাঁরা জল অপচয় রুখতে এই বিশেষ যন্ত্র তৈরি করেছেন।”
আরও পড়ুন: বাইক নয়, এবার সাইকেলেই কেরামতি! চোখ ধাঁধানো সব স্টান্ট মুর্শিদাবাদের কিশোরদের, দেখে অবাক বাসিন্দারা
advertisement
মালদহের আরেক স্কুল পড়ুয়া শতদ্রুপ মণ্ডল জানান, “এই অটোমেটিক ওয়াটার ডিসপেন্সর মেশিনে তৈরি করতে ব্যবহার করা হয়েছে আইআর সেন্সর, রিলে মডিউল, ওয়াটার পাম্প। পাশাপাশি ব্যবহার করা হয়েছে বাড়িতে ফেলে দেওয়া একাধিক যন্ত্রপাতি ও কাগজ সামগ্রী। একাধিক যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই অটোমেটিক ওয়াটার ডিসপেন্সর মেশিন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যান্ত্রিক পদ্ধতি ব্যবহারে বিপ্লব এসেছে। বাদ পড়েনি বাড়ির আসবাবপত্র। তবে সমস্ত ক্ষেত্রেই জলের প্রয়োজন অপরিহার্য। তাই জলের অপচয় রুখতে খুদে পড়ুয়াদের এমন অভিনব যান্ত্রিক নির্মাণ নজর কেড়েছে সকলের। অনেকেই বলছেন, ‘এরাই তো আগামীর ভবিষ্যৎ’।





