Bicycle Stunt: বাইক নয়, এবার সাইকেলেই কেরামতি! চোখ ধাঁধানো সব স্টান্ট মুর্শিদাবাদের কিশোরদের, দেখে অবাক বাসিন্দারা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad Bicycle Stunt: আমরা তো এতদিন বিভিন্ন বাইক স্টান্ট দেখে এসেছি, কিন্তু সাইকেল স্টান্ট দেখেছেন কখনও? এবার দেখুন মুর্শিদাবাদের হিজল এলাকার একদল কিশোরের অসাধারণ সাইকেল স্টান্ট।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আমরা তো এতদিন বিভিন্ন বাইক স্টান্ট দেখে এসেছি, কিন্তু সাইকেল স্টান্ট দেখেছেন কখনও? এবার দেখুন মুর্শিদাবাদের হিজল এলাকার একদল কিশোরের অসাধারণ সাইকেল স্টান্ট। সাইকেল নিয়ে বিভিন্ন স্কিল দেখাচ্ছেন একদল কিশোর। তবে এই ভিডিও দেখে কেউ বাড়িতে চেষ্টা করবেন না। এতে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
বেশ কয়েকজন বন্ধুরা মিলে প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাইকেল স্টান্ট করে আসছে। কখনও সাইকেলের উপর দাঁড়িয়ে বা ক্যারিয়ারে বসে সামনের চাকা শূন্যে ভাসিয়ে অনায়াসে ছুটে চলেছেন। এছাড়াও সাইকেল স্টান্টের বিভিন্ন কৌশল তারা রপ্ত করে ফেলেছে। হেলমেট, নি গার্ড, ফিঙ্গার গার্ড-সহ অন্যান্য প্রটেকশন নিয়ে সাবধানতা অবলম্বন করে তারা সাইকেল স্টান্ট করে আসছে। মাত্র ছ’মাসের মধ্যে তারা এত কিছু শিখে ফেলেছে। বিকেল হলেই বন্ধুরা মিলে সাইকেল নিয়ে স্কুল মাঠে প্র্যাকটিস। তারপরে শিক্ষকের হাত ধরে প্রশিক্ষণ নেওয়া। এভাবেই তারা প্রতিদিন সাইকেল স্টান্টের প্র্যাকটিস করে।
advertisement
advertisement
এখন মুর্শিদাবাদের ওই কিশোররা রাস্তায় সাইকেল চালিয়ে মানুষের মন জয় করেছেন। যা দেখতে রীতিমতো সাধারণ মানুষের ভিড় হচ্ছে রাস্তার দু’পাশে। এমনকি পথ চলতি মানুষরাও কিশোরদের সাইকেল স্টান্ট দেখে মুগ্ধ। শুধুমাত্র মানুষকে বিনোদন দিতে এই উদ্যোগ বলে তারা জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই কিশোররা জানাচ্ছেন, ইউটিউব দেখে তারা অনুপ্রাণিত হয়ে, সাইকেল স্টান্ট শেখার উৎসাহ পায়। তবে তারা খুব সাবধানে সাইকেল স্টান্ট শিখছে। এই ভিডিও দেখার পর কেউ যাতে বাড়িতে চেষ্টা না করেন তার জন্য তারা বিশেষ ভাবে অনুরোধ করেছে। কারও শেখার ইচ্ছা থাকলে অবশ্যই তারা যেন শিক্ষক ধরে শেখে সেই অনুরোধ করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 02, 2026 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bicycle Stunt: বাইক নয়, এবার সাইকেলেই কেরামতি! চোখ ধাঁধানো সব স্টান্ট মুর্শিদাবাদের কিশোরদের, দেখে অবাক বাসিন্দারা







