স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম ভলু দাস ও কৌশিক শর্মা। দুইজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রামনগর এলাকায়। মৃত মহিলার নাম বুলি ঠকদার, বাড়ি কাপাইচন্ডি এলাকায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনটি মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
advertisement
আরও পড়ুন: ফায়ার ব্রিগেড ব্যর্থ! মৃত্যুর মুখ থেকে মাঞ্জা সুতোয় আটক পেঁচাকে বাঁচাতে গাছে চড়লেন দিনমজুর জাকির
হাসপাতাল চত্বরে স্বজনদের ভিড় জমেছে। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। মৃত কৌশিক শর্মার এক আত্মীয় বাবলু চক্রবর্তী জানান, “নতুন বছরে কৌশিক ও তাঁর বন্ধুরা মিলে বাইক কিনতে গিয়েছিল। বাইকে তাঁরা তিন জন ছিল। এদিন নতুন বাইক নিয়ে ফেরার পথে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার জাবরা ও বাড়িয়ালের মাঝামাঝি এলাকায় টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় বাইক ও টোটোতে থাকা মোট তিনজনের মৃত্যু হয়েছে।” এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






