Birbhum News: ফায়ার ব্রিগেড ব্যর্থ! মৃত্যুর মুখ থেকে মাঞ্জা সুতোয় আটক পেঁচাকে বাঁচাতে গাছে চড়লেন দিনমজুর জাকির

Last Updated:
Birbhum News: ফায়ার ব্রিগেড ব্যর্থ! মৃত্যুর মুখ থেকে মাঞ্জা সুতোয় আটক পেঁচাকে বাঁচাতে গাছে চড়লেন দিনমজুর জাকির।
1/5
সিউড়ি আদালত চত্বরে একটি বটগাছে ঘুড়ির মাঞ্জা সুতোয় পা আটকে ছটফট করছিল একটি পেঁচা। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গাছের ডালপালায় জড়িয়ে থাকা মাঞ্জা সুতোয় আটকে পড়ায় পেঁচাটি নড়াচড়া করতে পারছিল না এবং তার প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
সিউড়ি আদালত চত্বরে একটি বটগাছে ঘুড়ির মাঞ্জা সুতোয় পা আটকে ছটফট করছিল একটি পেঁচা। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গাছের ডালপালায় জড়িয়ে থাকা মাঞ্জা সুতোয় আটকে পড়ায় পেঁচাটি নড়াচড়া করতে পারছিল না এবং তার প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কিন্তু তাদের কাছে থাকা মই পর্যাপ্ত উচ্চতা পর্যন্ত পৌঁছতে না পারায় পেঁচাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে দমকল বাহিনী উপস্থিত থাকলেও উদ্ধার কাজ থমকে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কিন্তু তাদের কাছে থাকা মই পর্যাপ্ত উচ্চতা পর্যন্ত পৌঁছতে না পারায় পেঁচাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে দমকল বাহিনী উপস্থিত থাকলেও উদ্ধার কাজ থমকে যায়।
advertisement
3/5
চোখের সামনে একটি প্রাণ চলে যেতে দেখেও চুপ করে থাকতে পারেননি জাকির খান। তিনি একজন সাধারণ দিনমজুর। আদালত চত্বরে দোকানগুলিতে জল ও অন্যান্য সামগ্রী সরবরাহ করে যা আয় করেন, তা দিয়েই সংসার চালান। জীবনের ঝুঁকি নিয়ে তিনি নিজেই গাছে ওঠার সিদ্ধান্ত নেন।
চোখের সামনে একটি প্রাণ চলে যেতে দেখেও চুপ করে থাকতে পারেননি জাকির খান। তিনি একজন সাধারণ দিনমজুর। আদালত চত্বরে দোকানগুলিতে জল ও অন্যান্য সামগ্রী সরবরাহ করে যা আয় করেন, তা দিয়েই সংসার চালান। জীবনের ঝুঁকি নিয়ে তিনি নিজেই গাছে ওঠার সিদ্ধান্ত নেন।
advertisement
4/5
দমকল বাহিনীর সহযোগিতায় গাছে উঠে জাকির খান পেঁচাটির পায়ে জড়িয়ে থাকা মাঞ্জা সুতো কেটে তাকে উদ্ধার করেন। পরে দমকল বাহিনীর সহায়তায় আহত পেঁচাটিকে সিউড়ির পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে পেঁচাটি চিকিৎসাধীন।
দমকল বাহিনীর সহযোগিতায় গাছে উঠে জাকির খান পেঁচাটির পায়ে জড়িয়ে থাকা মাঞ্জা সুতো কেটে তাকে উদ্ধার করেন। পরে দমকল বাহিনীর সহায়তায় আহত পেঁচাটিকে সিউড়ির পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে পেঁচাটি চিকিৎসাধীন।
advertisement
5/5
জাকির খান বলেন,
জাকির খান বলেন, "ও যে অবস্থায় ছিল, মরে যেত। নিজের জীবনের রিস্ক নিয়ে উঠলাম। আমার যেমন জীবন আছে, ওরও তো জীবন আছে।" একজন সাধারণ দিনমজুরের এই মানবিক ও সাহসী উদ্যোগ স্থানীয়দের মন ছুঁয়ে গেছে। মাঞ্জা সুতো যে কতটা বিপজ্জনক, তার পাশাপাশি মানবতার এক অনন্য নজির হয়ে রইল এই ঘটনা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement