TRENDING:

Malda News: অর্ধেক হয়ে গেল টিকিটের দাম, বেড়ে গেল ঘোরার সময়ও! পর্যটকদের সুখবর দিল রাজ্যের এই ইকো পার্ক

Last Updated:

পর্যটকদের সুবিধার জন্য রাত আটটা পর্যন্ত পার্ক খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পর্যটকদের জন্য সুখবর। এই মরশুমে ইকো পার্ক খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করল কর্তৃপক্ষ। এবার থেকে রাতেও ইকো পার্কের মজা নিতে পারবেন পর্যটকেরা। সঙ্গে পার্কের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকছে।‌ মরশুমের শুরুতেই মালদহের আদিনা ইকো পার্ক রাত্রি ৮ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি পাঁচটার পর টিকিট কাটলে দামও কম। ওই সময় অর্ধেক দামে টিকিট পাবেন পর্যটকেরা। শীতের মরশুমে পর্যটকদের কাছে আদিনা ইকোপার্ক আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এমন সিদ্ধান্ত প্রশাসনের। ওই সময় সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে। আলোকসজ্জা বৃদ্ধি করা হয়েছে ইকো পার্কের। যে সময় পার্কে আসলে সুন্দর উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
advertisement

প্রতিবছরের মতো এই বছরেও শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ছে ইকোপার্কে। সন্ধ্যের পর ভিড় আরও বৃদ্ধি পাচ্ছে। পর্যটকদের সুবিধার জন্য তাই কর্তৃপক্ষ পার্ক খোলা রাখার সময়সীমা বৃদ্ধির পরিকল্পনা নেই। কিন্তু নিরাপত্তার জন্য এতদিন তা করা সম্ভব হয়ে ওঠেনি। কারণ ইকো পার্কের ভেতরে বিশাল পুকুর রয়েছে। রাতের অন্ধকারে পুকুরের আশেপাশে নানা সমস্যা হতে পারে। অবশেষে কর্তৃপক্ষ কিছু সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসে। পাঁচটার পরে পুকুর প্রান্তের পার্ক বন্ধ রেখে বাকি অংশ খোলা রাখার পরিকল্পনা নিয়েছে। সেই মতো প্রতিদিন বিকেল পাঁচটার পর ইকো পার্কের অধিকাংশ জায়গা বন্ধ রেখে রেস্টুরেন্ট ও তার সামনের অংশের পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই পাঁচটার পর টিকিট কাটলে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, পর্যটকদের দাবি মেনে আমরা ইকোপার্ক খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছে। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের জন্য সমস্ত রকম সুব্যবস্থা করা হয়েছে। রাত আটটা পর্যন্ত ইকোপার্ক এবার থেকে খোলা থাকবে।

advertisement

আরও পড়ুন: সুযোগ মাত্র দিনকয়েক! এর থেকে আর সস্তায় মিলবে না হ্যান্ডলুম থেকে বুটিক কাপড়, কোথায় জানেন?

আরও পড়ুন: ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার! বৃদ্ধ বাবাকে নিয়ে বাস ভাঙা কাঁচা বাড়িতে! তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আজ দিনমজুর!

View More

রাতে পার্কের ভেতরে প্রবেশ করলে বিভিন্ন আলোকসজ্জা দেখার সুযোগ মিলছে পাশাপাশি খাবারেরও সুব্যবস্থা থাকছে। আদিনা ইকো পার্কের দেখভাল করে থাকে গাজোল পঞ্চায়েত সমিতি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইকো পার্কের টিকিট সাধারণত ২০ টাকা। তবে বিকেল পাঁচটার পর প্রবেশ করলে টিকিটের মূল্য ১০ টাকা। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকদের যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য সুব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে পার্কের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: অর্ধেক হয়ে গেল টিকিটের দাম, বেড়ে গেল ঘোরার সময়ও! পর্যটকদের সুখবর দিল রাজ্যের এই ইকো পার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল