শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলার শুভ উদ্বোধন হয়। ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে খাদি মেলা। জেলা ছাড়াও অন্যান্য জেলার শিল্পীরা তাদের তৈরি সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন মেলায়। এবছর শতাধিক স্টল রয়েছে খাদি মেলায়। জামা, কাপড়, হ্যান্ডলুম, বেতের তৈরি আসবাবপত্র, কাঠের আসবাবপত্র, মুখরাচক খাবারের স্টল সহ বিভিন্ন স্টলে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনী ও বিক্রি করা হবে এবং মানুষের কাছে খাদির ব্যবহার যাতে আরও বাড়ে সেই লক্ষ্যে এই মেলার আয়োজন। মন্ত্রী তাজমুল হোসেন বলেন, এই খাদি মেলায় বিভিন্ন প্রান্তের শিল্পীরা এসেছেন। প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। মালদহে এই মেলায় ভাল বিক্রি হয়। শিল্পীরা তাদের নিজেদের তৈরি সামগ্রী এখানে বিক্রি করেন।
advertisement
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ক্লাস এইট পাশ করলেই মিলবে সরকারি চাকরি! কীভাবে আবেদন করবেন, জানুন
বর্তমান প্রজন্ম খাদির কাপড় প্রায় পরিত্যাগ করেছে। বিভিন্ন ফেন্সি কাপড়ই এখন মানুষ বেশি পড়ছে। সাধারণ মানুষের মধ্যে তাই আবারও খাদির প্রচার প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই সরকারি উদ্যোগে খাদি মেলা ও প্রদর্শনের আয়োজন করা হয় প্রতিবছর। এই ধরনের মেলার আয়োজন এর ফলে খাদির কাপড়ের বিক্রি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দাবি করছেন উদ্যোক্তা থেকে বিক্রেতারাও।
হরষিত সিংহ





