TRENDING:

Malda News: সার তৈরি করছে পড়ুয়ারা, বিক্রি করছে বিশ্ববিদ্যালয়! ১০০ শতাংশ খাঁটি, ভেজাল নেই একফোঁটাও

Last Updated:

পড়ুয়াদের তৈরি জৈব সার বিশ্ববিদ্যালয় থেকেই বিক্রি করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: জৈব সার উৎপাদন করছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সেই সার বাজারে বিক্রি শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সার ১০০ শতাংশ জৈব। এর মধ্যে কোন রকম মাটি বা অন্য কিছু মেশানো হচ্ছে না। ফলে এই সার কিনলে একদিকে যেমন লাভবান হবেন ক্রেতারা, পাশাপাশি এই সার ব্যবহার করলে গাছের পুষ্টিও বৃদ্ধি পাবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের উদ্যোগে এই সার তৈরির প্রক্রিয়া শুরু করেছে। বোটানি বিভাগের পড়ুয়ারা এই সার তৈরি করছে। পড়ুয়াদের সার তৈরির প্রশিক্ষণের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কিছু রোজগার হচ্ছে।
advertisement

কেঁচো কিনে তার মধ্যে আগাছা, পরিমাণ মত মাটি ও অনান্য উপকরণ দিয়ে কেঁচো বাসযোগ্য ব্যবস্থা করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে। সেখানেই এই সার তৈরি হচ্ছে।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এটি একটি অভিনব উদ্যোগ। এদিন প্রথম সার বিক্রি শুরু হয় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক থেকে অধ্যাপক কর্রীরা। পড়ুয়াদের শিক্ষাদানের পাশাপাশি সার্বিক বিকাশের উদ্যোগে এই পরিকল্পনা।

advertisement

আরও পড়ুন: ‘যমালয়ে জীবন্ত ভানু’ অভিনয়ে মালদহের যুবক, জেলার নাম উজ্জ্বল করলেন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস বলেন, “ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই পরিকল্পনা। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার পাঠদান দেওয়া হচ্ছে। সার তৈরির পাশাপাশি আগামীতে অন্যান্য বিষয় নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।” প্রথম পর্যায়ে বোটানি বিভাগে সার তৈরির ইউনিট তৈরি করা হয়েছে। পড়ুয়াদের পড়াশোনার সঙ্গে এই সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীতে এই ধরণের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে খোলার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

advertisement

View More

আরও পড়ুন: অর্ধেক হয়ে গেল টিকিটের দাম, বেড়ে গেল ঘোরার সময়ও! পর্যটকদের সুখবর দিল রাজ্যের এই ইকো পার্ক

বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি সার তৈরির ইউনিট তৈরি করা হয়েছে। ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে সার তৈরি হচ্ছে জৈব পদ্ধতিতে। সম্পূর্ণ জৈব এই সার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে। বোটানি বিভাগের অধ্যাপক বিবেকানন্দ মন্ডল বলেন, বোটানি বিভাগেই এই সার তৈরি করা হচ্ছে। একশো শতাংশ জৈব পদ্ধতিতে তৈরি হচ্ছে। এখান থেকেই সার কিনে পাবেন সাধারণ মানুষ। এক কেজি, দুই কেজি, পাঁচ কেজির প্যাকেট রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ থেকে বিক্রি করা হচ্ছে। আগামী বিক্রি করার কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সার তৈরি করছে পড়ুয়ারা, বিক্রি করছে বিশ্ববিদ্যালয়! ১০০ শতাংশ খাঁটি, ভেজাল নেই একফোঁটাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল