আরও পড়ুনঃ দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে সর্বনাশ! পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা, হাইওয়েতে পড়ে র*ক্তাক্ত ৩ কিশোর
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সারফারাজ মোমিন। বাড়ি মানিকচক থানার গোপালপুর কামালতিপুর গ্রামে। তার একটি কাপড়ের দোকান রয়েছে ইংরেজবাজার ব্লকের মিল্কি এলাকায়। সোমবার রাত ৯ টার পর থেকে নিখোঁজ ছিল সারফারাজ। মঙ্গলবার দুপুরে মানিকচকের এনায়েতপুরের কবরস্থান মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির অদূরে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার নয়, রাস্তা চাই! পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীর
মৃত যুবকের ভাই রবিউল মোমিন জানান, ‘গতকাল রাতে বাড়ি থেকে বের হয় সারফারাজ। আর বাড়ি ফেরেনি। সারারাত খোঁজাখুঁজির পর খোঁজ মেলেনি তার। অবশেষে আজ দুপুর দু’টো নাগাদ খবর আসে এনায়েতপুর এলাকায় তার ভাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। গলায় এবং সারা শরীরে ছুরি মারার আঘাত রয়েছে। কেউ বা কারা তাকে খুন করেছে’। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের সদস্যরা। একের পর এক মৃতদেহ উদ্ধার এবং খুন কাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছে জেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এদিকে এই ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।