ভাল খেলার সুবাদে তৃতীয় স্থান অধিকার করে বাংলা দল। সাধারণত এই সফটবল খেলার প্রচলন তেমন ভাবে নেই বাংলায়। বর্তমানে সরকারি ভাবে এই খেলায় উৎসাহ বাড়াতে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। জেলায় জেলায় শিবির করা হচ্ছে। অনেকেই এই খেলার প্রতি আগ্রহ প্রকাশ করছে। ইস্ট জোন চ্যাম্পিয়নশিপেও ভাল করল বাংলা দল। ইস্ট জোনে এবার চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা দল। পুরুষ ও মহিলা উভয় দল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মনিপুর। সার্বিকভাবে এই প্রতিযোগিতায় প্রতিটি দল ভাল খেলেছে।
advertisement
আরও পড়ুন: সার তৈরি করছে পড়ুয়ারা, বিক্রি করছে বিশ্ববিদ্যালয়! ১০০ শতাংশ খাঁটি, ভেজাল নেই একফোঁটাও
আরও পড়ুন: ‘যমালয়ে জীবন্ত ভানু’ অভিনয়ে মালদহের যুবক, জেলার নাম উজ্জ্বল করলেন
বাংলার পুরুষ দলের কোচ অসিত পাল বলেন, “আমাদের টিম সার্বিকভাবে ভাল খেলেছে। পুরুষ ও মহিলা দল তৃতীয় হয়েছে। আশাকরি আগামী আরও ভাল ফল হবে। আগামীতে এই খেলার প্রতি আরও আগ্রহ বাড়বে নতুন প্রজন্মের খেলোয়াড়দের। এর জন্য আমরা জেলায় জেলায় শিবির করছি। প্রথমে এই বছর বাংলা দলে মালদহের একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েছে।”
হরষিত সিংহ






